Pahalgam Attack: ‘কাশ্মীরে আরও বেশি করে ঘুরতে আসুন, না হলে জঙ্গিরাই জিতে যাবে, আরও বেশি কাশ্মীরিদের সঙ্গে জুড়ে থাকতে হবে’, কাশ্মীরে বসে পর্যটকদের বার্তা অভিনেতা অতুল কুলকার্নির
Pahalgam Attack: অভিনেতার কথায়, "জঙ্গিরা আসলে আমাদের এই বার্তাই দিতে চাইছে, যেন কেউ কাশ্মীরে না যায়। কিন্তু আমরা কেন যাব না? এটা আমাদের কাশ্মীর, আমরা অবশ্যই যাব। আর যদি আমরা না যাই, যদি আমরা আমাদের বুকিং বাতিল করতে থাকি, যদি আমরা কাশ্মীর ঘুরতে না যাই, তাহলে আমরা ওদেরকে জিতিয়ে দেব।"

শ্রীনগর: পহেলগাঁও হামলার এফেক্ট। কাশ্মীর এখন পর্যটকশূন্য। হচ্ছে বুকিং বাতিল। এই পরিস্থিতিতে, কাশ্মীরের যেতে অনুরোধ করলেন অভিনেতা অতুল কুলকার্নি। TV9 ভারতবর্ষের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, “কাশ্মীরে পর্যটকরা না এলে, জঙ্গিরা জিতে যাবে।”
অভিনেতার কথায়, “জঙ্গিরা আসলে আমাদের এই বার্তাই দিতে চাইছে, যেন কেউ কাশ্মীরে না যায়। কিন্তু আমরা কেন যাব না? এটা আমাদের কাশ্মীর, আমরা অবশ্যই যাব। আর যদি আমরা না যাই, যদি আমরা আমাদের বুকিং বাতিল করতে থাকি, যদি আমরা কাশ্মীর ঘুরতে না যাই, তাহলে আমরা ওদেরকে জিতিয়ে দেব।” এই পরিস্থিতিতে কাশ্মীরে নদীর ধারে বসে হাত জোড় করে অভিনেতার আবেদন, “যদি কাশ্মীরে আসার জন্য বুকিং করেছেন, তাহলে দয়া করে বুকিং বাতিল করবেন না। কাশ্মীর চলে আসুন। আপনি যদি অন্য কোথাও যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে অনুরোধ করব, এই বছরের জন্য ওখানকার বুকিং বাতিল করে কাশ্মীর আসুন। এখানকার লোকের সঙ্গে এখন আমাদের আরও বেশি করে জুড়ে থাকতে হবে।”
পহেলগাঁও হত্যালীলা ঐতিহাসিক ঘটনাই বটে! কাশ্মীরে শেষ কবে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা, তা স্মৃতি হাতড়ে মনে করতে পারছে না প্রশাসনও। কিন্তু এবার জঙ্গিরা পর্যটকদেরই টার্গেট করেছে। বলা ভালো হিন্দু পর্যটক। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে। পর্যটন ব্যবসাই কাশ্মীরিদের একমাত্র আয়ের উৎস। সেই পর্যটকরা তাঁদের কাছে ঈশ্বর স্বরূপ। পর্যটককে বাঁচাতে গিয়েই নিজের জীবন দিয়েছেন কাশ্মীর সহিস আদিল। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে তাঁর শরীর। এই ঘটনার পর ভয়ে এক ধাক্কায় কাশ্মীরে বুকিং বাতিল করা শুরু করেছেন পর্যটকরা। আর তাতেই রীতিমতো ধসে যেতে বসেছে কাশ্মীরিদের আয়ের উৎস। একে মানসিক ভাবে, অন্যদিকে, আর্থিকভাবেই বিধ্বস্ত হয়ে পড়ছেন তাঁরা। এই পরিস্থিতিতে অভিনেতার আবেদন আরও বেশি করে কাশ্মীরিদের সঙ্গে জুড়ে থাকতে হবে।

