Cash Recovery from Judge’s House: হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোথা থেকে এল ১৫ কোটি টাকা! বড় পদক্ষেপের পথে সংসদও
Parliament: আগুন নেভানোর পর ফায়ার পকেটের খোঁজে নীচতলার ওই ঘরে ঢুকতেই দমকল কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখেন ঘর ভর্তি বান্ডিল বান্ডিল টাকা, যার অধিকাংশই আগুনের গ্রাসে চলে গিয়েছে।

নয়া দিল্লি: কোটি কোটি টাকা স্তূপাকারে পড়ে রয়েছে, কিন্তু হাত লাগানোর জো নেই! কারণ অধিকাংশ নোটই পুড়ে গিয়েছে। আগুন নেভাতে গিয়েই দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকা, যার কোনও হিসাব নেই। এই টাকা কোথা থেকে এল, কে দিয়েছেন- তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। এবার বিচারপতির বাসভবন থেকে বিপুল নগদ উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সংসদও।
জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ১১ টায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিচারপতির বাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনা এবং বিচারপতির বিরুদ্ধে কী পদক্ষেপ করা হতে পারে, তা নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাংলো থেকে বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধার হয়। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি বাড়িতে ছিলেন না, তার পরিবারের সদস্যরাই দমকলে খবর দিয়েছিলেন। আগুন নেভানোর পর ফায়ার পকেটের খোঁজে নীচতলার ওই ঘরে ঢুকতেই দমকল কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখেন ঘর ভর্তি বান্ডিল বান্ডিল টাকা, যার অধিকাংশই আগুনের গ্রাসে চলে গিয়েছে।
বিষয়টি সামনে আসতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলোজিয়ামের সঙ্গে বৈঠক করে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মাকে ফের এলাহাবাদ হাইকোর্টেই ট্রান্সফার করে দেওয়া হয়। যদিও যশবন্ত ভর্মার দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তাঁকে ফাঁসানো হচ্ছে।
বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করার প্রথম দাবি রাজ্যসভায় তুলেছিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। আজ তার প্রেক্ষিতেই এই বৈঠক।





