AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভ্যাকসিন দৌড়ে পিছু হটল ফাইজা়র! করোনা টিকা অনুমোদনের আবেদন প্রত্যাহার সংস্থার

গত বুধবার ডিসিজিআই-র সঙ্গে আলোচনায় বসে ফাইজা়র। এরপরই আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

ভ্যাকসিন দৌড়ে পিছু হটল ফাইজা়র! করোনা টিকা অনুমোদনের আবেদন প্রত্যাহার সংস্থার
ফাইল ছবি
| Updated on: Feb 05, 2021 | 2:49 PM
Share

নয়া দিল্লি: ভারতে এখনই আসছে না ফাইজা়র (Pfizer)-র ভ্য়াকসিন। শুক্রবার সংস্থার তরফে জানানো হল, তাঁরা ভারতে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের আবেদন প্রত্যাহার করে নিচ্ছে। ভারতে সর্বপ্রথম ফাইজা়রই জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানিয়েছিল, কিন্তু প্রয়োজনীয় উপযুক্ত তথ্য ডিসিজিআই (DCGI)-র কাছে জমা দিতে না পারায় এতদিনেও অনুমোদন মেলেনি। এবার সংস্থা নিজে থেকেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল।

ভারতে ছাড়পত্র না পেলেও ইতিমধ্যেই ব্রিটেন ও বাহরিনে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ফাইজা়র এবং সেখানে ইতিমধ্যেই টিকাকরণও চলছে। গতবছরের ৬ ডিসেম্বর ফাইজা়র ভারতের ওষুধ নিয়মাক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (Drug Controller General of India)-র কাছে আবেদন জানায়। তারপরই ভারত বায়োটেক (Bharat Biotech) ও সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)-র তরফেও তাদের প্রস্তুত ভ্যাকসিনের জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। তৃতীয় দফার ট্রায়াল সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও “কোভ্যাকসিন” ছাড়পত্র পেলেও ফাইজা়র উপযুক্ত তথ্য জমা দিতে না পারায় সংস্থাকে ফের প্রয়োজনীয় তথ্যসহ নতুন করে আবেদন জানানোর নির্দেশ দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

আরও পড়ুন: ৯ থেকে ১০ দফার ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি

গত বুধবার ডিসিজিআই-র সঙ্গে আলোচনায় বসে ফাইজা়র। এরপরই আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন সংস্থা। আজ সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে ফাইজা়রের মুখপাত্র জানান, আবেদন প্রত্যাহার করা হলেও ডিসিজিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে ফের আবেদন জানানো হবে।

ফাইজা়রের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য আবেদনের প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বসা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ও বিশেষজ্ঞদের প্রয়োজনীয় তথ্যের চাহিদা মেনেই সংস্থার তরফে আপাতত আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সংস্থার তরফে আরও বলা হয়, “নিয়ামক সংস্থার সঙ্গে ফাইজা়র ক্রমাগত যোগাযোগ রাখবে এবং আগামিদিনে প্রয়োজনীয় তথ্য সহ নতুন করে জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য আবেদন করা হবে। ভারতীয় সরকার যাতে ফাইজা়রের প্রস্তুত ভ্যাকসিন অদূর ভবিষ্যতেই ব্যবহার করতে পারে, তার প্রচেষ্টা জারি রাখবে সংস্থা।”

আরও পড়ুন: এক রাজ্যেই সীমাবদ্ধ রয়েছে কৃষক আন্দোলন: সংসদে কৃষিমন্ত্রী