PM Narendra Modi: অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী মোদী! দিল্লি ফেরার পথে কী ঘটল?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 15, 2024 | 5:55 PM

PM Narendra Modi: দেওঘরে আটকে প্রধানমন্ত্রী। দিল্লি ফিরছিলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু বিপদে পড়ে তাঁর বিমান দেওঘরে অবতরণ করানো হয়।

PM Narendra Modi: অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী মোদী! দিল্লি ফেরার পথে কী ঘটল?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

Follow Us

রাঁচী: মাঝ পথে আটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেওঘরে আটকে প্রধানমন্ত্রী। দিল্লি ফিরছিলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু বিপদে পড়ে তাঁর বিমান দেওঘরে অবতরণ করানো হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। শেষে প্রধানমন্ত্রীর জন্য বায়ুসেনার বিমানের ব্যবস্থা করা হয়।

ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জামুই ও দেওঘরে সভা করেন তিনি। সেখান থেকেই দিল্লি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু দেওঘর থেকে ফেরার পথেই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে পৌঁছলেও, তড়িঘড়ি তাঁর বিমান অবতরণ করানো হয়। বর্তমানে বিমানের পরীক্ষা করা হচ্ছে। কাজ করছে টেকনিক্যাল টিম। বিমান সারাই হলে, তারপরই উড়বে।

বিকেলের মধ্যেই দিল্লিতে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হচ্ছে ফিরতে। শেষ খবর অনুযায়ী, বায়ুসেনার বিমানে করে দিল্লিতে ফিরছেন প্রধানমন্ত্রী মোদী।

অন্যদিকে, ঝাড়খণ্ডেই দীর্ঘক্ষণ আটকে ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারও। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকে রাহুল গান্ধীর কপ্টার।

Next Article