PM Modi: জাতীয় ভোটার দিবসে মোদীর খোলা চিঠি, যুবপ্রজন্মকে দিলেন বড় বার্তা
PM Modi Appeal Youth: সদ্য ভোটার হওয়া নাগরিকদের ভারতের গণতন্ত্র স্বাগত জানায়। তাঁদের হাতে দেশের রাশ, তাঁরা পারে পরিবর্তন করতে। তাই তাঁদের স্বার্থেই আমি আজ একটা কথা বলতে চাই। আপনাদের পরিবার, পাড়ায় যদি এমন কেউ থাকেন, যিনি প্রথমবার ভোটার হলেন, তাঁদের উৎসাহ দিন।'

নয়াদিল্লি: জাতীয় ভোটার দিবসে দেশের যুবসমাজ ও My-Bharat ভলেন্টিয়ারদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার ভোটার হওয়ার যে আনন্দ, তা উদযাপন করার বার্তা দিয়েছেন তিনি। মোদীর কথায়, ‘গণতন্ত্রে ভোটার হওয়া সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব।’ তাই এই মুহূর্তকে উদযাপন করতে হবে বলেই মত প্রধানমন্ত্রীর। পাশাপাশি, নতুন ভোটারদের উৎসাহ জোগানেও নাগরিক সমাজের কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, প্রথমবার ভোটার হওয়ার অভিজ্ঞতাকে গণতন্ত্রের উৎসবের সমান। নিজের খোলা চিঠিতে মোদী লিখেছেন, ‘জীবনের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য ভোটার হওয়া নাগরিকদের ভারতের গণতন্ত্র স্বাগত জানায়। তাঁদের হাতে দেশের রাশ, তাঁরা পারে পরিবর্তন করতে। তাই তাঁদের স্বার্থেই আমি আজ একটা কথা বলতে চাই। আপনাদের পরিবার, পাড়ায় যদি এমন কেউ থাকেন, যিনি প্রথমবার ভোটার হলেন, তাঁদের উৎসাহ দিন।’
এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘এই উৎসাহ প্রদানের কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুরুত্ব রয়েছে। এমন ছাত্র-ছাত্রী, যাঁরা প্রথমবার ভোটার হলেন তাঁদের নিয়ে উদযাপন করুন। আমি বলতে পারি, এই উদযাপনের জন্য জাতীয় ভোটার দিবস, আজকের দিনটা বেশ ভাল।’
मतदाता बनना उत्सव मनाने का एक गौरवशाली अवसर है!
आज #NationalVotersDay पर मैंने MY-Bharat के वॉलंटियर्स को एक पत्र लिखा है। इसमें मैंने उनसे आग्रह किया है कि जब हमारे आसपास का कोई युवा साथी पहली बार मतदाता के रूप में रजिस्टर्ड हो, तो हमें उस खुशी के मौके को मिलकर सेलिब्रेट करना… pic.twitter.com/N5ZPt5EZZO
— Narendra Modi (@narendramodi) January 25, 2026
তবে শুধুই প্রথমবারের ভোটার নয়, গণতন্ত্রের উৎসব — নির্বাচনে নারীশক্তির ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ‘আমাদের নারীশক্তি, বিশেষ করে নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগে মেয়েদের অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে গণতান্ত্রিক সচেতনা তৈরিতে এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের জন্য আমি যুবপ্রজন্মকে মাই ইয়ং ইন্ডিয়া প্ল্যাটফর্মে যোগদানের আবেদন করব।’
