Narendra Modi in Hyderabad: ‘রাজ্য কোনও সহযোগিতা করছে না’, হায়দরাবাদের সভা থেকে কেসিআর-কে বিঁধলেন মোদী

Telangana: তাঁর অভিযোগ, তেলঙ্গানার মানুষের জন্য কেন্দ্রের উন্নয়ন কাজে বাধা দিয়ে বিআরএস। তাদের ‘দুর্নীতি’ ও ‘পরিবারবাদের’ বিরুদ্ধেও এ দিন সরব হয়েছে প্রধানমন্ত্রী।

Narendra Modi in Hyderabad: ‘রাজ্য কোনও সহযোগিতা করছে না’, হায়দরাবাদের সভা থেকে কেসিআর-কে বিঁধলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 3:18 PM

হায়দরাবাদ: হায়দরাবাদে গিয়ে তেলঙ্গানার শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যিনি কেসিআর নামে জনপ্রিয়, তিনি পড়েছেন প্রধানমন্ত্রীর তোপে। কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)কেও শনিবার এক হাত নিয়েছেন মোদী। তাঁর অভিযোগ, তেলঙ্গানার মানুষের জন্য কেন্দ্রের উন্নয়ন কাজে বাধা দিয়ে বিআরএস। তাদের ‘দুর্নীতি’ ও ‘পরিবারবাদের’ বিরুদ্ধেও এ দিন সরব হয়েছে প্রধানমন্ত্রী। হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পর এক জনসভায় যোগ দিয়ে সে রাজ্যের শাসকদলে কেন্দ্রের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিদ্ধ করেন। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প থেকে তেলঙ্গানার মানুষকে বিআরএস বঞ্চিত করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। এ বছরই তেলঙ্গানায় রয়েছে বিধানসভা ভোট। তার আগে জনকল্যাণ মূলক প্রকল্পের উদ্বোধন করে সে রাজ্যের সরকারকে মোদীর আক্রমণের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

হায়দরাবাদের জনসভা থেকে শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, “কেন্দ্রের প্রকল্পে রূপায়নে রাজ্য সরকারের অসহযোগিতা দেখে আমি ব্যথিত। তেলঙ্গানার মানুষের স্বপ্নে প্রভাব ফেলছে এই কাজ। তেলঙ্গানার মানুষের জন্য যে সব উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে, তার কাজে বাধা না দেওয়ার জন্য আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি।” এর পরই তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। নাম না নিয়ে কেসিআর ও তাঁর পরিবারকে উদ্দেশে তিনি বলেছেন, “এক দল লোক পরিবারবাদকে পোষণ করে। তেলঙ্গানার সাধারণ মানুষের পাওনায় ভাগ বসায়। পরিবারবাদ এবং দুর্নীতি আদালা নয়। যেখানে পরিবারবাদ আছে, সেখানেই দু্র্নীতির জন্ম হয়। এই পরিবারবাদ তেলঙ্গানার গরিব মানুষের রেশনও লুঠ করে।”

এর পরই তেলঙ্গানার মানুষের পাশে তাঁর সরকার আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তেলঙ্গানার মানুষের স্বপ্ন মোদী সরকার পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তেলঙ্গানার উন্নয়নখাতে এ বছরের কেন্দ্রীয় বাজেটে ১০ লক্ষ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “এই এনডিএ সরকার তেলঙ্গানার মানুষের স্বপ্নপূরণকে নিজেদের দায়িত্ব বলে মনে করে।” সেকেন্দ্রবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। হায়দরাবাদ এ নিয়ে মোট ২টি বন্দে ভারত এক্সপ্রেস পেল।

প্রসঙ্গত, এ বছরই তেলঙ্গানায় রয়েছে বিধানসভা ভোট। সেই ভোটে কেসিআর-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই পেপার লিকের মতো একাধিক ইস্যুতে তেলঙ্গানা সরকারের সমালোচনা করছে বিজেপি। এমনকি দিন কয়েক আগে তেলঙ্গানা বিজেপির প্রধানকে গ্রেফতার করা নিয়ে উত্তাল হয়েছিল সে রাজ্যের রাজনীতি। তার পরই মোদীর এই সমালোচনায় রাজনৈতিক তাৎপর্য খুঁজছে ওয়াকিবহাল মহল।