PM Narendra Modi: ষষ্ঠীতেই পাকিস্তানের বিসর্জন, বিশেষ অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

Asia Cup 2025: ভারত-পাকিস্তানের সংঘাতের রেশ দেখা গিয়েছে খেলার মাঠেও। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচেই জয়ের পর সৌজন্যমূলক যে হাত মেলানো হয় দুই টিমের মধ্যে, তা করেনি ভারত। একই ঘটনা ঘটে পরবর্তী ম্যাচেও। এমনকী, গতকাল এশিয়া কাপ জয়ের পরও চ্যাম্পিয়নের ট্রফি নেয়নি ভারতীয় দল।

PM Narendra Modi: ষষ্ঠীতেই পাকিস্তানের বিসর্জন, বিশেষ অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী
ভারতীয় টিমকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: PTI

|

Sep 29, 2025 | 9:23 AM

নয়া দিল্লি: ষষ্ঠীতেই পাকিস্তানের বিসর্জন। রবিবার এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final) পাকিস্তানকে পাঁচ উইকেটে হারাল ভারত। জয়ের আনন্দে মেতে সবাই, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। আরও একবার টেনে আনলেন অপারেশন সিঁদুরের (Operation Sindoor) কথা। যুদ্ধের ময়দানে যেমন ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, তেমনই খেলার মাঠেও ভারত গো হারান হারাল পাকিস্তানকে।

ভারত এশিয়া কাপ জিততেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই, ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”

পহেলগাঁও জঙ্গি হামলা, যেখানে ধর্ম জেনে ২৬ জন নিরাপরাধকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা, এরপরই পাকিস্তানকে জবাব দিতে মে মাসে অপারেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি।

ভারত-পাকিস্তানের সংঘাতের রেশ দেখা গিয়েছে খেলার মাঠেও। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচেই জয়ের পর সৌজন্যমূলক যে হাত মেলানো হয় দুই টিমের মধ্যে, তা করেনি ভারত। একই ঘটনা ঘটে পরবর্তী ম্যাচেও। এমনকী, গতকাল এশিয়া কাপ জয়ের পরও চ্যাম্পিয়নের ট্রফি নেয়নি ভারতীয় দল। নাক কাটা গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির, যিনি পাকিস্তানের মন্ত্রীও।