PM Modi Talks with Russian President: পুতিনকে ফোন ‘উদ্বিগ্ন’ মোদীর, সঙ্গে সঙ্গে ভারতীয় ছাত্রীদের ‘সেফ প্যাসেজে’র ব্যবস্থা রুশ সেনার

Indians Evacuation from Kharkiv: বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতির পর্যালোচনা করেছেন, বিশেষত খারকিভ, যেখানে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন, তা নিয়ে আলোচনা হয়েছে।"

PM Modi Talks with Russian President: পুতিনকে ফোন 'উদ্বিগ্ন' মোদীর, সঙ্গে সঙ্গে ভারতীয় ছাত্রীদের 'সেফ প্যাসেজে'র ব্যবস্থা রুশ সেনার
ইউক্রেনে ভারতীয় পড়ুয়ারা। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 8:09 AM

কিয়েভ: ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য, একথা বারে বারে তুলে ধরেছে কেন্দ্র। একই সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য়েও। ভারতীয়দের সুরক্ষিতভাবে বের করে আনার জন্য ঘনঘন জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে চার মন্ত্রীকে উদ্ধারকার্য পরিচালনার জন্য ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে পাঠানো হয়েছে। কিয়েভে আর কোনও ভারতীয় আটকে না থাকলেও, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এখনও কয়েক হাজার পড়ুয়া আটকে রয়েছে, একথা গতকালই জানিয়েছিল কেন্দ্র। এদিকে, খারকিভের উপরে রুশ সেনা আরও হামলা বাড়াতেই দ্রুত ভারতীয় পড়ুয়াদের ওই শহর ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠতেই বুধবার রাতে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রীদের জন্য ‘সেফ প্যাসেজ’-র ব্যবস্থা করে দেয় রাশিয়ার সেনা, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে।

বুধবারই ইউক্রেনের খেরসন শহর দখল নেয় রাশিয়ার সেনা। লাগাতার হামলা চলছে কিয়েভ ও খারকিভের উপরও। একদিকে যেমন রাজধানী কিয়েভকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনা, তেমনই আবার খারকিভের উপরও লাগাতার গোলা বর্ষণ করা হচ্ছে। পরিস্থিতি জটিল আন্দাজ করেই গতকাল ভারতীয় দূতাবাসের তরফে খারকিভে আটকে থাকা সমস্ত ভারতীয়দের দ্রুত শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধে ৬টার মধ্যেই সকলকে বেরিয়ে আসতে বলা হয়। যাতায়াতের জন্য ট্রেন-বাস না পেলে, ভারতীয়রা যেন পায়ে হেঁটেই চলে আসেন তাঁরা, সেই নির্দেশও দেওয়া হয়।

যেকোনও মুহূর্তেই খারকিভের দখল নিতে পারে রাশিয়ার সেনা, তারপর ভারতীয়দের কী অবস্থা হবে, সেই কথা চিন্তা করেই গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে, সেই সময়ই প্রধানমন্ত্রী ভারতীয়দের নিরাপদে বের করে আনার কথা বলেন। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এরপরই রাশিয়ার সেনা খারকিভে আটকে থাকা ভারতীয় ছাত্রীদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করে, তাদের ইউক্রেনের পশ্চিম সীমান্তগামী ট্রেনে বসিয়ে দিয়েছে। একইভাবে ভারতীয় ছাত্রদেরও উদ্ধার করে আনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতির পর্যালোচনা করেছেন, বিশেষত খারকিভ, যেখানে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন, তা নিয়ে আলোচনা হয়েছে। সংঘর্ষস্থল থেকে কীভাবে ভারতীয়দের নিরাপদভাবে উদ্ধার করে আনা যায়, তার জন্য সেফ প্যাসেজ তৈরির বিষয়ে আলোচনা করা হয়েছে।”

গতকালই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায়, উদ্ধারকার্য নিয়ে উদ্বেগ বাড়ে। সরকারের এক শীর্ষ পদস্থ আধিকারিক জানান, খারকিভ সহ অন্যান্য অংশ থেকে ভারতীয়দের যাতে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা যায়, তার জন্য রাশিয়ার সঙ্গে লাগাতার আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরই ভারতীয়দের খারকিভ থেকে বেরিয়ে আসতে সাহায্য় করেছে রুশ সেনা।

রাশিয়ার তরফেও সহযোগিতার কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, “বিদেশমন্ত্রকের তরফে যে এলাকাগুলিতে হামলা চালাতে বারণ করা হয়েছিল, সেখানে হামলা চালায়নি রুশ সেনা। আমাদের পড়ুয়াদের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনার জন্য রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে।”

বুধবার সকাল থেকেই খারকিভে ভারী বোমাবর্ষণের মাঝেও কয়েক হাজার পড়ুয়া স্থানীয় রেলস্টেশনে পৌঁছন। তবে তাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। যারা উঠেছিলেন, তাদেরও ধাক্কা মেরে, মারধর করে নামিয়ে দেওয়া হয়।