India Abstain Vote in UNGA: রাশিয়ার নিন্দায় সরব ১৪১ দেশ, ‘কূটনৈতিক স্বার্থে’ই ভোটদানে বিরত রইল ভারত
Russia-Ukraine Conflict: প্রস্তাবনায় রাশিয়ার নিউক্লিয়ার আক্রমণের জন্য় প্রস্তুতি নেওয়া ও ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের মাটিকে বেআইনিভাবে ব্যবহার করার নিন্দা করা হয়েছে এবং আগ্রাসন বন্ধ করে আন্তর্জাতিক দায়বদ্ধতা অনুসরণ করে চলার অনুরোধ করা হয়েছে।
নয়া দিল্লি: ইউক্রেনে (Ukraine) এখনও আটকে রয়েছে কয়েক হাজার ভারতীয়, যাদের মধ্যে অধিকাংশই আবার পড়ুয়া। এদিকে ইউক্রেনের ভিতরে ঢুকে লাগাতার স্থল,জল ও আকাশপথ দিয়ে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী (Russian Army)। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিয়ে অতি সাবধানী ভারত (India)। বুধবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনেও (United Nations General Assembly) ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যে সমালোচনা প্রস্তাবনা আনা হয়, তাতে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। এই নিয়ে তৃতীয়বার রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। শুক্রবার ও রবিবারও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আলোচনা ও সিদ্ধান্তের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সাধারণ অধিবেশনের জরুরি সভার আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল।সেখানেও ভারত ভোট দেওয়া থেকে বিরত ছিল, তবে ১১টি দেশ ওই প্রস্তাবের সপক্ষে ভোট দেওয়ায় গতকাল রাষ্ট্রসঙ্গের ১৯৩টি দেশ নিয়ে বৈঠকে বসে।
রাশিয়ার সমালোচনায় সরব সদস্য দেশগুলি:
বুধবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ১৯৩টি দেশের মধ্যেই ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্তকে স্বীকৃতি দিয়ে দেশের সার্বভৌমতা, স্বাধীনতা, একতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কড়া সমালোচনার প্রস্তাবনায় ভোটাভুটি হয়। ১৪১টি দেশ এই প্রস্তাবনার সপক্ষে ভোট দেওয়ায় তা গৃহীত হয়। অন্যদিকে, ৫ সদস্য দেশ এই প্রস্তাবনার বিরোধিতা করে এবং ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ভারতও এই ৩৫ টি দেশের মধ্যে ছিল। সংখ্যা গরিষ্ঠ ভোটের জেরে রাষ্ট্রসঙ্ঘের সভায় এই প্রস্তাবনা গৃহীত হতেই গোটা সভাগৃহ হাততালিতে ফেটে পড়ে।
উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে যেকোনও প্রস্তাবনা গৃহীত হওয়ার জন্যই মোট সদস্যের দুই তৃতীয়াংশের মত সপক্ষে থাকার প্রয়োজন হয়।
কী বলা হয়েছে প্রস্তাবনায়?
ওই প্রস্তাবনায় রাশিয়ার নিউক্লিয়ার আক্রমণের জন্য় প্রস্তুতি নেওয়া ও ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের মাটিকে বেআইনিভাবে ব্যবহার করার নিন্দা করা হয়েছে এবং আগ্রাসন বন্ধ করে আন্তর্জাতিক দায়বদ্ধতা অনুসরণ করে চলার অনুরোধ করা হয়েছে। ওই প্রস্তাবনায় দ্রুত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আলোচনা, সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
কোন কোন দেশ ভোট দিল?
যে দেশগুলি রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল আফগানিস্তান, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, কুয়েত, সিঙ্গাপুর, টার্কি, ইউক্রেন, ইংল্যান্ড ও আমেরিকা। এর আগে গত শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদেও ১৫টি সদস্য দেশের মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবনায় ১১টি দেশ সপক্ষে ভোট দিলেও, ভারত সহ ৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। তবে রাশিয়া ভেটো শক্তি প্রয়োগ করায়, সেই প্রস্তাবনা খারিজ হয়ে যায়।
এরপর রবিবার নিরাপত্তা পরিষদ ফের একবার বৈঠকে বসে। এবারে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনার জন্য জরুরিভিত্তিতে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারত এই প্রস্তাবনাতেও ভোটদাবন থেকে বিরত থাকে। তবে ১১টি সদস্য দেশের ভোটের জেরেই গতকাল অধিবেশন বসে।
প্রস্তাবনায় গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণার নিন্দা করা হয় এবং মস্কো যাতে দ্রুত সম্পূর্ণরূপে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে, তার অনুরোধ করা হয়।
কেন ভোটদান থেকে বিরত থাকছে ভারত?
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ভারতের যে পুরনো সখ্যতা রয়েছে, তা অটুট রাখতেই চায় কেন্দ্র। এর আগে রাষ্ট্রপুঞ্জে একাধিক ইস্যুতে ভেটো বা মতদানের ক্ষেত্রে রাশিয়া ভারতের সপক্ষেই থেকেছে। অন্যদিকে, আমেরিকার সঙ্গেও বিগত কয়েক বছরে ভারতের সম্পর্কে ব্যপক উন্নতি হয়েছে। রাশিয়া ও আমেরিকা দুই মেরুতে অবস্থান করলেও, এতদিন ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। যেহেতু আমেরিকা ইউক্রেনকে সমর্থন করছে, তার জেরে ভারত দুটি দেশের মধ্যে যার পক্ষই নেবে, অপর পক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে।