AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: আহমেদাবাদে মোদীর রোড শো, ভূমিপুত্রকে স্বাগত জানাতে উপচে পড়ল ভিড়

PM Modi in Gujarat: এদিন হরিদর্শন সার্কেল থেকে খোদালধাম মাঠ পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী। তাঁর রোড শো-তে রাস্তার দু'ধারে ভিড় করেছিলেন সাধারণ মানুষ। 'মোদী মোদী' স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

PM Modi: আহমেদাবাদে মোদীর রোড শো, ভূমিপুত্রকে স্বাগত জানাতে উপচে পড়ল ভিড়
আহমেদাবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোImage Credit: PTI
| Updated on: Aug 25, 2025 | 10:39 PM
Share

আহমেদাবাদ: গুজরাটের ভূমিপুত্র তিনি। ২ দিনের সফরে সোমবার সন্ধেয় নিজের রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমানবন্দরে নামার পর রোড শো করেন। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল ভিড়। রোড শোর পর নিকোল খোদালধাম মাঠে সরকারি সভা থেকে ৫ হাজার ৪৭৭ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এরপর একটি জনসভায় বক্তব্য রাখেন।

আহমেদাবাদ, গান্ধীনগর এবং মেহসানা জেলার জন্য ৫ হাজার ৪৭৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী এদিন বলেন, তাঁর সরকার কৃষক, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, গোপালকদের অগ্রাধিকার দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। তাতে যে ভারত ভীত নয়, এদিন নাম না করে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্বজুড়ে আর্থিক স্বার্থের যে রাজনীতি এখন হচ্ছে, তা আপনারা সবাই দেখছেন। আহমেদাবাদের এই মাটি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক এবং পশুপালকদের বলতে চাই, মোদীর কাছে আপনাদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সরকার কখনই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক কিংবা পশুপালকদের কোনও ক্ষতি করতে দেবে না।” এরপরই তিনি বলেন, “আমাদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, ভারত তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করবে।”

মোদীকে স্বাগত জানাতে ভিড়

এদিন কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যখন সন্ত্রাসবাদীরা ভারতে হামলা চালাত, দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার চুপ করে থাকত। আর এখন আমরা জঙ্গি ও তাদের মদতদাতাদের ছাড়ি না। তারা সে যেখানেই লুকিয়ে থাক না কেন। ২২ মিনিটে তাদের নিশ্চিহ্ন করে দিয়ে আসি। বিশ্ব দেখেছে, ভেতরে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আমরা কীভাবে পহেলগাঁওয়ে হামলার প্রতিশোধ নিয়েছি।” এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর গত ১১ বছরে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। আগামীকালও গুজরাটে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।