PM Narendra Modi: তেলঙ্গানায় ১৩,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস মোদীর, অনুপস্থিত কেসিআর

Telangana: তেলঙ্গানার পরিকাঠামো পরিস্থিতি তুলে ধরে চন্দ্রশেখর রাওয়ের সরকার-সহ কংগ্রেসকে একযোগে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বিআরএস-এর অলস প্রশাসনে তেলঙ্গানার জনগণ ক্লান্ত এবং কংগ্রেসও ভরসাযোগ্য নয়। তাদের জনগণের সেবা করার কোনও ইচ্ছা নেই।"

PM Narendra Modi: তেলঙ্গানায় ১৩,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস মোদীর, অনুপস্থিত কেসিআর
তেলঙ্গানায় একাধিক প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Oct 01, 2023 | 6:11 PM

হায়দরাবাদ: সামনেই তেলঙ্গানায় (Telangana) বিধানসভা ভোট। তার আগে ‘কল্পতরু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানা সফরে গিয়ে ১৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পাশাপাশি রাজ্যের পরিকাঠামো থেকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে BRS সরকারকে একহাত নেন তিনি। নমো-র কটাক্ষ থেকে বাদ পড়েনি কংগ্রেসও।

এদিন মূলত নির্বাচনী প্রচারে তেলঙ্গানা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জনসভা করার পাশাপাশি মাহবুবনগরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই ১৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, রেলওয়ে পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্র রয়েছে। এই প্রকল্পগুলির বাস্তবায়ন হলে তেলঙ্গানার জনগণ বিশেষ উপকৃত হবেন বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের পরিকাঠামো পরিস্থিতি তুলে ধরে চন্দ্রশেখর রাওয়ের সরকার-সহ কংগ্রেসকে একযোগে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিআরএস-এর অলস প্রশাসনে তেলঙ্গানার জনগণ ক্লান্ত এবং কংগ্রেসও ভরসাযোগ্য নয়।” বিআরএস ও কংগ্রেস পরিবারতান্ত্রিক দল এবং তাদের জনগণের সেবা করার কোনও ইচ্ছা নেই বলেও তোপ দাগেন নরেন্দ্র মোদী।

এদিন মাহবুবনগরে এক সরকারি অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হলেও সেই অনুষ্ঠানে যোগ দেননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও।

প্রধানমন্ত্রীর অফিসের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়, এদিন প্রধানমন্ত্রী নাগপুর-বিজয়ওয়াড়া ইকোনমিক করিডর, ১৬৩জি জাতীয় সড়ক শাখার ওয়ারাঙ্গাল থেকে খাম্মাম পর্যন্ত ১০৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের গ্রিনফিল্ড হাইওয়ে এবং খাম্মাম থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাইওয়ে রয়েছে। এছাড়া ৩৬৫বিবি জাতীয় সড়ক শাখার সূর্যাপেট থেকে খাম্মাম পর্যন্ত চার লেনের প্রায় ২,৪৬০ কোটি টাকার রোড প্রজেক্ট দেশবাসীকে উৎসর্গ করেছেন তিনি। এটি হায়দরাবাদ-বিশাখাপত্তনম করিডরের উন্নয়নের অংশ।

এদিন কৃষ্ণা স্টেশন থেকে হায়দরাবাদ-রায়চূড়-হায়দরাবাদ ট্রেন পরিষেবারও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার ২,১৭০ কোটি বাজেটের হাসান-চেরলাপল্লি এলপিজি পাইপলান প্রজেক্ট এবং ভারত পেট্রলিয়াম কর্পোরেশনের মাল্টি প্রোডাক্ট পেট্রোলিয়াম পাইপলাইন-এর শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ৫টি নতুন ভবনেরও দ্বারোদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।