PM Narendra Modi: ‘ইয়ে PUBG-ওয়ালা হ্যায় ক্যায়া’, পরীক্ষা পে চর্চায় কার কথা বলেছিলেন মোদী?
PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী একটি প্রশ্ন করেছিলেন যে ধরুন আমি একজন ছাত্র এবং আমি গেমিং এর জগৎ কী, সে সম্পর্কে কিছুই জানি না। আমার একমাত্র উপলব্ধি হল, শিশুরা তাদের সময় নষ্ট করে।
নয়া দিল্লি: দেশের সেরা গেমারদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেমারদের অভিজ্ঞতা কেমন, তা জানতে চাইলেন তিনি। সেখানেই উঠে এল প্রধানমন্ত্রীর “ইয়ে পাবজি ওয়ালা হ্যায় ক্যায়া” মন্তব্য। পরীক্ষা পে চর্চায় পড়ুয়াদের উদ্দেশে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
দেশের সেরা ৭ অনলাইন গেমারদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাঁদের গেমিং অভিজ্ঞতা জানতে চান। প্রধানমন্ত্রী নিজেও গেমিংয়ের অভিজ্ঞতা লাভ করেন। গেমাররা প্রধানমন্ত্রী মোদীর প্রশ্নের উত্তরও দিয়েছেন অকপটে।
আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী মোদী সমস্ত গেমারদের কাছে ‘পরীক্ষা পে চর্চা’র একটি ঘটনা বর্ণনা করেন। প্রধানমন্ত্রী মোদী একটি প্রশ্ন করেছিলেন যে ধরুন আমি একজন ছাত্র এবং আমি গেমিং এর জগৎ কী, সে সম্পর্কে কিছুই জানি না। আমার একমাত্র উপলব্ধি হল, শিশুরা তাদের সময় নষ্ট করে। সারাদিন গেমে মগ্ন থাকুন। মনে আছে, আমি পরীক্ষা নিয়ে আলোচনায় একটা মন্তব্য করেছিলাম। এক পড়ুয়া আমায় কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমি শুধু বলেছিলাম, ইয়ে PUBG-ওয়ালা হ্যায় ক্যায়া?
প্রধানমন্ত্রীর এই কথা শুনে হেসে ওঠেন সমস্ত গেমাররা। তাদের মধ্যে একজন বলেন যে ওই সময়ে তিনি পাবজি-র আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন। তখন তাঁর আত্মীয়রা সবাই মা-বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ছেলের কথা বললেন কী প্রধানমন্ত্রী?