AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ব্রিটেনের রাজার পাঠানো কদম গাছের চারা বাসভবনে রোপণ করলেন মোদী

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর চারাগাছ রোপণের একধিক ভিডিয়োতে সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে চারা রোপণ করছেন। বিজেপি এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ারও করেছে।

PM Narendra Modi: ব্রিটেনের রাজার পাঠানো কদম গাছের চারা বাসভবনে রোপণ করলেন মোদী
বাসভবনে কদম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রীImage Credit: X Handle
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 11:16 PM
Share

নয়া দিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। একটি কদম গাছের চারা উপহারস্বরূপ মোদীকে পাঠিয়েছিলেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কদম গাছের চারা তাঁর সরকারি বাসভবনে রোপণ করেছেন। তাঁর মতে, কদম গাছটি ভারত ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্ব এবং পরিবেশগত স্থায়িত্বে যৌথ অঙ্গীকারের প্রতীক। একটি গাছ তাঁর মায়ের নামে উৎসর্গ করলেন তিনি। তাঁর মতে, এটা কেবল উপহারই নয়, পরিবেশ সংরক্ষণেই একটি বার্তাবাহকও বটে।

প্রধানমন্ত্রীর চারাগাছ রোপণের একধিক ভিডিয়োতে সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে চারা রোপণ করছেন। বিজেপি এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ারও করেছে। ব্রিটিশ হাইকমিশনও এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া বিশেষ উপহারটির বিষয়েও শেয়ার করে নিয়েছে।

আরও একটি পোস্টে হাইকমিশন প্রধানমন্ত্রী মোদীর গত জুলাই মাসে ব্রিটেন সফরের কথা শেয়ার করেছে। সেবার তিনি ব্রিটেন সফরে গিয়ে রাজা চার্লসকে একটি ‘সোনোমা’ গাছ উপহার দেন। কমিশনের পর্যবেক্ষণ, এই পারস্পরিক বিনিময় দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বিশেষত জলবায়ুর ভারসাম্য বজায় এবং পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী একটি বিশেষ উদ্যোগ ‘এক পেড় মা-কে নাম’! চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ‘এক পেড় মা কে নাম’ অভিযানের আওতায় ৮০ কোটি চারা গাছ লাগিয়েছে।  নির্ধারিত সময়সীমার ৫ দিন আগেই এই কর্মসূচির লক্ষ্যমাত্রাপূরণ হয়েছে। সরকারি সংস্থা, স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমবেত প্রয়াসে এই সাফল্য অর্জিত হয়েছে বলে ভারত সরকারের তরফে বিবৃতিও দেওয়া হয়।