Narendra Modi: রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম, ১৪০ কোটি দেশবাসীর মঙ্গল কামনায় নিষ্ঠাভরে পুজো মোদীর

Ram Mandir: গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শুভ উদ্বোধন হয়েছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর আজ আবার রাম মন্দিরে প্রধানমন্ত্রী।

Narendra Modi: রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম, ১৪০ কোটি দেশবাসীর মঙ্গল কামনায় নিষ্ঠাভরে পুজো মোদীর
রামলালাকে নিষ্ঠাভরে পুজো মোদীরImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: May 05, 2024 | 11:05 PM

অযোধ্যা: লোকসভা ভোট চলছে। প্রচার পর্বের ব্যস্ততা। শুধু নিজের লোকসভা আসন নয়, গোটা দেশের প্রতিটি কোনায় পৌঁছে যেতে হচ্ছে তাঁকে। দিনভর ঠাসা কর্মসূচি। ব্যস্ত কর্মসূচির মধ্যেও সময় বের করে রামলালার দর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার ফের মন্দির নগরী অযোধ্যায় মোদী। রাম মন্দিরে গিয়ে ভগবান রামের নিষ্ঠাভরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। রামলালার বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করে ১৪০ কোটি দেশবাসীর মঙ্গল কামনা করলেন তিনি।

গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শুভ উদ্বোধন হয়েছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর আজ আবার রাম মন্দিরে প্রধানমন্ত্রী। প্রদীপের শিখায়, পদ্ম ফুলে ভক্তিভরে পুজো দিলেন সবার মঙ্গল কামনা করে। জানুয়ারির মেগা উদ্বোধনের পর আজ আবার মন্দির নগরীতে প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে সেজে আলোতে-আলোতে, ফুলে-ফুলে উঠেছিল অযোধ্যা।

Modi in Ram Mandir

রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম মোদীর

রবিবাসরীয় সন্ধেয় রাম মন্দিরে পুজো দেওয়ার পর অযোধ্যা নগরীতে প্রায় দুই কিলোমিটার পথ রোড শো করেন প্রধানমন্ত্রী। রোড শো শুরু হয় সুগ্রীব দুর্গ থেকে। অযোধ্যার বিভিন্ন প্রান্ত ছুঁয়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে রোড শো থামে লতা চকে গিয়ে। রোড শো’য়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রীকে চোখের সামনে এক ঝলক দেখার জন্য আজ মন্দির নগরী অযোধ্যায় রাস্তার দু’পাশে উপচে পড়েছিল অগুণতি মানুষের ভিড়।