AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে’, ঘরে ঢুকে মেরে আসার হুঙ্কার প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী বলেন, "পহেলগাঁওয়ে জঙ্গিরা শুধুমাত্র রক্ত ছড়ায়নি, আমাদের সংস্কৃতিকেও আক্রমণ করেছে। ওরা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছিল। জঙ্গিরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল।

PM Narendra Modi: 'গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে', ঘরে ঢুকে মেরে আসার হুঙ্কার প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: May 31, 2025 | 3:38 PM
Share

ভোপাল: পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভবিষ্যতে এমন কিছু করলে, আরও মোক্ষম জবা দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভোপালের জনসভা থেকে দাঁড়িয়ে বললেন, “গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে”।

‘অপারেশন সিঁদুর’কে ভারতের সবথেকে বড় ও সফল সন্ত্রাস দমন অভিযান বলে অ্যাখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোপালে আয়োজিত মহাসম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে দেশের নারীশক্তিকে চ্যালেঞ্জ করে পাকিস্তান নিজের বিপদ ডেকে এনেছে।

তিনি বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গিরা শুধুমাত্র রক্ত ছড়ায়নি, আমাদের সংস্কৃতিকেও আক্রমণ করেছে। ওরা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছিল। জঙ্গিরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল। আর এই চ্যালেঞ্জই জঙ্গি ও তাদের মদতদাতাদের জন্য বিপদ ডেকে এনেছে।”

প্রধানমন্ত্রী বলেন যে পাকিস্তানের ঘাঁটিতে হামলা চালিয়ে ভারত চমকে দিয়েছিল। তিনি বলেন, “পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প ধ্বংস করে দিয়ে এসেছে। অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবথেকে বড় ও সফল অভিযান ছিল। অপারেশন সিঁদুর স্পষ্ট জবাব যে সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়াযুদ্ধ আর সহ্য করা হবে না। এবার আমরা তাদের ঘরে ঢুকে মেরে আসব। যারাই সন্ত্রাসবাদীদের মদত দেবে, তাদের ভারী মূল্য চোকাতে হবে।”