PM Narendra Modi: কংগ্রেস চালাচ্ছে শহুরে নকশালরা! ভোপাল থেকে মোদীর বাণ
PM Modi slams to Congress: কংগ্রেসকে 'মরিচা পড়া লোহা' বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "কংগ্রেসের ভবিষ্যতের জন্য কোনও লক্ষ্য নেই। তারা দেশের জন্য ভাল ভাবতে পারে না। যেগুলো দেশের জন্য ভাল, সেই সমস্ত কিছুতে বাধা দিয়েছে।" ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই চালু করার সময়ও কংগ্রেস বাধা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভোপাল: ২০২৪-এর আগে বড় পরীক্ষা ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিরোধীদের পাশাপাশি কেন্দ্রের শাসকদলও জোরকদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সোমবার মধ্য প্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপালে এক দলীয় কর্মসূচিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সেখানে বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’ কর্মসূচি থেকে কড়া ভাষায় কংগ্রেসকে (Congress) তোপ দাগলেন তিনি। কংগ্রেস ‘শহুরে নকশাল; দ্বারা পরিচালিত বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
কংগ্রেস বর্তমানে রাজনৈতিক দল থেকে কোম্পানিতে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই কোম্পানি তাদের নেতা থেকে শ্লোগান পর্যন্ত- সবকিছু শহুরে নকশালদের থেকে দেয়।” এরপর আরও চাঁচাছোলা ভাষায় মোদী বলেন, “কংগ্রেস প্রথমে ধ্বংস হয়েছিল, তারপর দেউলিয়া হয়ে গিয়েছে। আর এখন এটি অন্য কারও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি কি জানেন কে তাদের নিয়ন্ত্রণ করছে? সেটা হল, শহুরে নকশাল।”
বিগত ২০ বছর ধরে বিজেপি মধ্যপ্রদেশ শাসন করছে। তাই মধ্যপ্রদেশের যুবরা লাকি বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস জমানার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কংগ্রেস মধ্যপ্রদেশ শাসন করেছিল এবং এটিকে একটি অসুস্থ রাজ্য করে তুলেছিল। আমরা এই রাজ্যকে নিজের পায়ে দাঁড় করিয়েছি। আবার কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশ অসুস্থ রাজ্যে পরিণত হবে।”
এদিন কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’ বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কংগ্রেসের ভবিষ্যতের জন্য কোনও লক্ষ্য নেই। তারা দেশের জন্য ভাল ভাবতে পারে না। যেগুলো দেশের জন্য ভাল, সেই সমস্ত কিছুতে বাধা দিয়েছে।” এপ্রসঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই চালু করার সময়ও কংগ্রেস বাধা দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বিজেপি যুবদের কাজ দিয়েছে। অর্থনৈতিক বৃদ্ধি থেকে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষায় প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী মোদীর। বিজেপির শাসনকালে মধ্যপ্রদেশের ১৩.৫ কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করতে পেরেছে জানিয়ে নমোর মন্তব্য, “মোদীর গ্যারান্টি কখনও ফাঁকা যায় না। এখানে প্রতিটি গ্যারান্টির জন্য একটি ‘গ্যারান্টি’ আছে।” এপ্রসঙ্গে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করানোর কথা উল্লেখ করেন তিনি। যদিও কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল এই বিলে সমর্থন জানিয়েছে। এপ্রসঙ্গে মোদীর তোপ, চাপে পড়েই ‘অহঙ্কারী’ জোট-সহ কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলে সংরক্ষণ জানিয়েছে।
