নয়া দিল্লি: রাজনৈতিক প্রচার থেকে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ছোট-ছোট ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই হাজারো ব্যস্ততার মাঝেও শনিবার সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের প্রাক্কালে ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত শিশুদের এক প্রদর্শনীশালায় (Exhibition) গিয়ে খুদেদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। তারপর সেই মুহূর্তের ভিডিয়ো প্রধানমন্ত্রী স্বয়ং টুইট করেছেন। শিশুদের ইচ্ছা আর উৎসাহে তাঁর মন ভরে গিয়েছে বলেও টুইটারের ভিডিয়ো-ক্যাপশনে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
টুইটার-ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তিনি ‘বাল বাটিকা’ নামক একটি প্রদর্শনীশালায় গিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই ছোট-ছোট শিশুরা ‘মোদীজি’ বলে তাঁর কাছে এগিয়ে আসছেন এবং ‘নমস্কার’ বলে তাঁকে স্বাগত জানাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীও শিশুদের সঙ্গে একেবারে তাদের বন্ধুর মতো মিশে গিয়েছেন। শিশুদের কেউ-কেউ রং-তুলি নিয়ে ছবি আঁকছে এবং সেটা অতি উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখাচ্ছেন। প্রধানমন্ত্রীও সাগ্রহে তাদের আঁকা ছবি দেখছেন। আবার শিশুদের মধ্যে কেউ-কেউ বলছে, “মোদীজি আপনাকে টিভিতে দেখেছি।” তাদের প্রতি প্রধানমন্ত্রী মোদীর পাল্টা প্রশ্ন, “টিভিতে কী দেখেছ?” এভাবেই বেশ কিছুটা সময় শিশুদের সঙ্গে কাটান নমো।
मासूम बच्चों के साथ आनंद के कुछ पल! इनकी ऊर्जा और उत्साह से मन उमंग से भर जाता है। pic.twitter.com/rGY2mv5eK8
— Narendra Modi (@narendramodi) July 29, 2023
শিশুদের সঙ্গে কাটানো অসাধারণ মুহূর্তের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে শিরোনামেই তাঁর অনুভূতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিরোনামে তিনি লিখেছেন, “ছোট্ট বাচ্চাদের সঙ্গে আনন্দের কিছু মুহূর্ত! তাদের ইচ্ছা আর উৎসাহে মন আনন্দে ভরে যায়।”
জানা গিয়েছে, নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP) প্রবর্তনের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে এদিন পুরানো প্রগতি ময়দানে অবস্থিত ‘ভারত মণ্ডপম’-এ শিশুদের নিয়ে এক প্রদর্শনীশালার আয়োজন করা হয়।