PM Modi Swearing-in Ceremony: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: সঞ্জয় পাইকার

Jun 10, 2024 | 12:15 AM

Central Government Formation Live News Updates in Bangla: প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাসসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন।

PM Modi Swearing-in Ceremony: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Image Credit source: PTI

Follow Us

টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ, রবিবার রাষ্ট্রপতি ভবনে সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দ সহ মোট ৯ হাজার অতিথি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাসসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন। তৃতীয়বার নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার আগে মন্ত্রীদের কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ও সরকার গঠনের যাবতীয় লাইভ আপডেট দেখে নিন-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Jun 2024 09:00 PM (IST)

    মোদীকে শুভেচ্ছা এলন মাস্কের

    পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসলেন নরেন্দ্র মোদী। আজ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পরই নরেন্দ্র মোদীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন এলন মাস্ক।

  • 09 Jun 2024 08:54 PM (IST)

    নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা শুভেন্দুর

    তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করার পরই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।


  • 09 Jun 2024 08:25 PM (IST)

    শপথ নিলেন চিরাগ পাসওয়ান

    আজ মোদী ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে কিরেণ রিজিজু, হরদীপ সিং পুরী, জি. কিষাণ রেড্ডির সঙ্গে শপথ নিলেন এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান।

  • 09 Jun 2024 08:14 PM (IST)

    মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

    নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে আজ শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত।

  • 09 Jun 2024 08:08 PM (IST)

    মন্ত্রী পদে শপথ অশ্বিনী বৈষ্ণবের

    আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন টিকমগড়ের সাংসদ ডা. বীরেন্দ্র কুমার, ধারওয়াদের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রাক্তন মন্ত্রী গিরিরাজ সিং, প্রাক্তন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

  • 09 Jun 2024 07:55 PM (IST)

    কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন শরিক দলের নেতা

    নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন শরিক দলের নেতা জিতেনরাম মাঝি, রাজীব রঞ্জন সিং। এছাড়া শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্ব্বানন্দ সোনওয়াল।

  • 09 Jun 2024 07:50 PM (IST)

    আরও একবার মন্ত্রিসভায় পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান

    নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান।

  • 09 Jun 2024 07:43 PM (IST)

    ফের মন্ত্রী পদে শপথ নিলেন এস. জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী পদে খট্টর, কুমারস্বামী

    ফের নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন এস জয়শঙ্কর। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়ার পুত্র এইচ.ডি কুমারস্বামী।

  • 09 Jun 2024 07:38 PM (IST)

    মোদী মন্ত্রিসভায় এলেন শিবরাজ সিং চৌহান, শপথ নিলেন নির্মলা সীতারমণ

    নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অন্যদিকে, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ।

  • 09 Jun 2024 07:34 PM (IST)

    মোদী ৩.০ মন্ত্রিসভায় শপথ নিলেন নাড্ডা

    বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যসভার সাংসদ ছিলেন। আজ মোদী ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি।

  • 09 Jun 2024 07:31 PM (IST)

    মোদী ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন শাহ, গডকড়ি

    নরেন্দ্র মোদী ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে রাজনাথ সিংয়ের পরই শপথ গ্রহণ করলেন অমিত শাহ। তাঁর পর শপথ নিলেন নীতিন গডকড়ি।

  • 09 Jun 2024 07:29 PM (IST)

    ৩.০ মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন রাজনাথ সিং

    নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরই ৩.০ মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন রাজনাথ সিং।

  • 09 Jun 2024 07:25 PM (IST)

    জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী

    জাতীয় সঙ্গীতের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 09 Jun 2024 07:17 PM (IST)

    রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদী

    তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদী। মাহেন্দ্রক্ষণের ১ মিনিট আগে এসে পৌঁছলেন তিনি।

  • 09 Jun 2024 07:11 PM (IST)

    নরেন্দ্র মোদী ছাড়াও আজ শপথ নিতে পারেন ৩০ জন, বিজেপির হাতেই গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রক

    প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এছাড়া মোদীর ৩.০ মন্ত্রিসভার ৩০ জন সদস্য এদিন শপথ নিতে পারেন। অন্যদিকে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং রেল মন্ত্রক বিজেপির হাতেই থাকছে বলে সূত্রের খবর।

  • 09 Jun 2024 07:03 PM (IST)

    মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট

    তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের সাক্ষ্য হতে দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন শাহরুখ খান, অনন্ত আম্বানি থেকে সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ও।

  • 09 Jun 2024 06:18 PM (IST)

    সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন নরেন্দ্র মোদী

    তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন ঠিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

  • 09 Jun 2024 05:24 PM (IST)

    রাষ্ট্রপতি ভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

    নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে আর কিছুক্ষণ বাকি। ইতিমধ্যে দেশ-বিদেশের অতিথিরা আসতে চলেছেন রাষ্ট্রপতি ভবনে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

  • 09 Jun 2024 05:09 PM (IST)

    ‘মন কি বাত’-এ যাঁরা এসেছিলেন তাঁরাও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন

    তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু রাষ্ট্রনেতা, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তির সঙ্গে উপস্থিত থাকবেন বহু সাধারণ মানুষ। মূলত, ‘মন কি বাত’-এ যাঁরা এসেছিলেন তাঁরাও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।

  • 09 Jun 2024 04:53 PM (IST)

    দিল্লি এলেন চন্দ্রবাবু নাইডু

    নরেন্দ্র মোদী তৃতীয়বারের সরকারের অন্যতম শরিক হল, টিডিপি। স্বাভাবিকভাবেই এদিন নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যে তিনি দিল্লি এসে পৌঁছেছেন।

  • 09 Jun 2024 03:48 PM (IST)

    দিল্লি পৌঁছলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

    নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি এসে পৌঁছলেন গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল।

  • 09 Jun 2024 03:38 PM (IST)

    মন্ত্রী পদে শপথ নিতে পারেন এস.এস চৌহান ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

    মোদী-৩.০ মন্ত্রিসভায় আজ শপথ নিতে পারেন এস.এস চৌহান ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। খবরটি জানিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে দিল্লি এসে পৌঁছেছেন তিনি।

  • 09 Jun 2024 02:55 PM (IST)

    মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী

    নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া।

  • 09 Jun 2024 02:52 PM (IST)

    মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে আপ্লুত ভুটানের প্রধানমন্ত্রী

    টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী ও তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যে দিল্লি এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাও জানিয়েছেন।

  • 09 Jun 2024 01:33 PM (IST)

    টি-পার্টি থেকে হবু মন্ত্রীদের বার্তা মোদীর

    শপথ গ্রহণের আগে নিজের বাসভবনে হবু মন্ত্রীদের জন্য টি-পার্টির আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদী। সেই টি পার্টি থেকেই হবু মন্ত্রীদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

  • 09 Jun 2024 01:30 PM (IST)

    বাংলা থেকে মন্ত্রী হতে পারেন সুকান্তও

    বাংলা থেকে কারা মন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মন্ত্রিত্ব পদে শান্তনু ঠাকুর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও মন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর।

  • 09 Jun 2024 01:19 PM (IST)

    নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা রজনীকান্তের

    তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দক্ষিণের তারকা-রাজনীতিক রজনীকান্ত। তিনি নিজেও নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

  • 09 Jun 2024 01:16 PM (IST)

    মন্ত্রী হতে পারেন নাড্ডা-আন্নামালাই

    রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডাকে মন্ত্রী করে লোকসভায় নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর। যদিও কোন মন্ত্রক তাঁকে দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত খবর অনুযায়ী, অর্থ, স্বরাষ্ট্র, বিদেশ, রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক বিজেপির হাতেই থাকছে। ফলে এগুলির কোনও একটি নাড্ডাকে দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেক্ষেত্রে মন্ত্রী হলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ নাড্ডাকে ছাড়বেন। জেপি নাড্ডার পাশাপাশি তামিলনাড়ুর মন জয় করতে আন্নামালাইকেও মন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর।

  • 09 Jun 2024 01:05 PM (IST)

    দিল্লি এসে পৌঁছলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাষ্ট্রনেতারা। ইতিমধ্যে দিল্লি এসে পৌঁছলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে।

  • 09 Jun 2024 12:51 PM (IST)

    টি-পার্টি শেষ, মোদীর বাসভবন থেকে বেরোলেন নীতিন গডকড়ি

    শপথ গ্রহণের আগে নিজের বাসভবনে হবু মন্ত্রীদের জন্য টি-পার্টির আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদী। ১২.৪৫ মিনিট নাগাদ টি-পার্টি শেষে নরেন্দ্র মোদীর বাসভবন থেকে বেরোলেন বিজেপি সাংসদ নীতিন গডকড়ি।

  • 09 Jun 2024 12:44 PM (IST)

    এলেন ভুটানের প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে এলেন প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে।

     

  • 09 Jun 2024 12:39 PM (IST)

    রওনা দিলেন চিরাগ পাসওয়ান

    এলজেপি (রাম বিলাস)-র প্রধান চিরাগ পাসওয়ান প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দিলেন।

     

  • 09 Jun 2024 12:37 PM (IST)

    প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছলেন অমিত শাহ-জেপি নাড্ডা

    এক এক করে নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, কিরণ রিজিজু সহ বিজেপির প্রমুখ নেতারা।

     

  • 09 Jun 2024 10:04 AM (IST)

    মোদীর শপথ গ্রহণে যাবেন খাড়্গে

    প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ আজ। এই অনুষ্ঠানে বিজেপি তথা এনডিএ-র নেতৃত্বদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও। সূত্রের খবর, মোদীর শপথ গ্রহণে যাবেন খাড়্গে।

  • 09 Jun 2024 09:48 AM (IST)

    মোদীর নামে পুজো

    আজ শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই উত্তর প্রদেশের প্রয়াগরাজে তাঁর নামে চলছে পুজো, যজ্ঞ।

     

  • 09 Jun 2024 09:05 AM (IST)

    অন্য চালে সন্তুষ্ট টিডিপি-জেডিইউ?

    নির্বাচনের ফল প্রকাশের পর টিডিপি ও জেডিইউ মন্ত্রীপদেই বিশেষ আগ্রহ দেখালেও, সূত্রের খবর বৈঠকের পর তারা নিজেদের রাজ্যের তহবিলের প্রতিই বেশি আগ্রহ দেখিয়েছেন। অন্ধ্র প্রদেশ ও বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সময়মতো পাওয়া এবং বিজেপি যাতে তাদের সরকার পরিচালনায় খুব বেশি নাক না গলায়, এই শর্তগুলিতেই রাজি হয়েছে টিডিপি ও জেডিইউ।

  • 09 Jun 2024 08:45 AM (IST)

    বিজেপির হাতে কোন কোন মন্ত্রক?

    সূত্রের খবর, শরিকরা বিভিন্ন মন্ত্রকের দাবি জানালেও, গুরুত্বপূর্ণ চার মন্ত্রক- স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রক বিজেপি নিজের হাতেই রাখছে। আজই এই পদের মন্ত্রীরা শপথ নিতে পারেন। পাশাপাশি রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্য প্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও বিজেপি নিজের হাতে রাখবে। এই মন্ত্রীরাও আজ শপথ নেবেন।

    বিস্তারিত পড়ুন: মোদীর সঙ্গে শপথ ৩০ মন্ত্রীরও, কোন কোন মন্ত্রক নিজের হাতে রাখল বিজেপি?

  • 09 Jun 2024 08:30 AM (IST)

    জারি ১৪৪ ধারা

    নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনের চত্বরে হবে  শপথ গ্রহণ অনুষ্ঠান। নিরাপত্তার কারণে রবি ও সোমবার লুটিয়েন্স দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকা নো ফ্লায়িং জোন ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তায় মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনী, এনএসজি কম্যান্ডো (NSG commando), স্নাইপার, ড্রোন। নিরাপত্তার জন্য পাঁচ স্তরীয় বলয় তৈরি করা হয়েছে।

  • 09 Jun 2024 08:16 AM (IST)

    ওয়ার মেমোরিয়ালেও গেলেন প্রধানমন্ত্রী

    রাজঘাট, বাজপেয়ীর সমাধির পর দেশের বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গেলেন নরেন্দ্র মোদী।

  • 09 Jun 2024 08:15 AM (IST)

    সকালেই ফোন আসবে হবু মন্ত্রীদের কাছে

    আজ সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে মন্ত্রীরা আজ শপথ নেবেন, তাদের আজ সকালেই ফোন করে জানিয়ে দেওয়া হবে।

  • 09 Jun 2024 08:14 AM (IST)

    অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ মোদীর

    দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর সমাধিতে মাল্যদান করেন তিনি।

     

  • 09 Jun 2024 08:13 AM (IST)

    রাজঘাটে প্রধানমন্ত্রী

    আজ শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর। সকালেই নরেন্দ্র মোদী দিল্লির রাজঘাটে যান মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে।

  • 09 Jun 2024 08:03 AM (IST)

    মোদীর শপথ গ্রহণে আমন্ত্রিত শ্রমিকরাও

    প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে সেন্ট্রাল ভিস্তা(Central Vista) প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। বন্দে ভারত তৈরির কারিগররাও উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানে। এর পাশাপাশি উত্তরাখণ্ড টানেল বিপর্যয়ে রক্ষা পাওয়া শ্রমিকদের আমন্ত্রণ করা হয়েছে। ওই সু়ডঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের যারা উদ্ধার করে এনেছিলেন, সেই র‌্যাট হোল মাইনারদেরও (Rat hole miner) আমন্ত্রণ করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: আসল ‘হিরো’ তো এই সাদামাটা মানুষগুলিই, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে পেলেন আমন্ত্রণ

  • 09 Jun 2024 08:00 AM (IST)

    মোদীর সঙ্গে শপথ ৩০ মন্ত্রীর

    আজ, রবিবার (৯ জুন) প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তবে তিনি একা নন, মোদীর (Narendra Modi) সঙ্গেই মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে ৩০ জন নির্বাচিত সাংসদ। এমনটাই সূত্রের খবর।

Cabinet Ministers List: মন্ত্রিপদ নয়, শরিকরা তুষ্ট অন্য কিছুতে, মোদী ৩.০-তে সৈনিক এরা…
ফুল স্পিডে যাচ্ছে বাইক, আর সিটের উপর হাত ছেড়ে দাঁড়িয়ে যুবক! এরপর কী হল দেখুন ভিডিয়োয়