Video: ‘আমি তোমাকে চিঠি লিখব…’, ছত্তীশগঢ়ে বালিকার হাতে আঁকা ছবি গ্রহণ করে আশীর্বাদ প্রদান নমো-র

PM Narendra Modi: নির্বাচনী প্রচার লক্ষ্য হলেও তাঁর প্রতি জনগণের ভালবাসা, তাঁকে সামনে পেয়ে জনগণের আবেগ চোখ এড়ায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছত্তীশগঢ়ের কানকেরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকেও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট বালিকার তাঁর প্রতি ভালবাসা-আবেগ নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর।

Video: 'আমি তোমাকে চিঠি লিখব...', ছত্তীশগঢ়ে বালিকার হাতে আঁকা ছবি গ্রহণ করে আশীর্বাদ প্রদান নমো-র
ছত্তীশগঢ়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্তীশগঢ়ের জনসভায় তাঁর ছবি হাতে এঁকে তুলে ধরেছে বালিকা। Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 7:49 PM

কানকের: নির্বাচনী প্রচার লক্ষ্য হলেও তাঁর প্রতি জনগণের ভালবাসা, তাঁকে সামনে পেয়ে জনগণের আবেগ চোখ এড়ায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। ছত্তীশগঢ়ের (Chhatisgarh) কানকেরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকেও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট বালিকার তাঁর প্রতি ভালবাসা-আবেগ নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। তাই বক্তৃতার মাঝেই তাঁর জন্য নিয়ে আসা বালিকাটির বিশেষ উপহার, তাঁর স্কেচ নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। তারপর বালিকাটির বসার ব্যবস্থা করার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিলেন তিনি। শুধু তাই নয়, বালিকাটিকে চিঠি লিখবেন জানিয়ে তার ঠিকানাও চেয়ে পাঠান নমো। সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কানকেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় দর্শকদের সারিতে একেবারে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে এক বালিকা। তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি। নিজের হাতে প্রধানমন্ত্রীর ছবিটি স্কেচ করেছে বালিকা। যা দেখে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, “আমি তোমার এই ছবি দেখেছি। তুমি অনেক বড় কাজ করেছ। আমি তোমাকে আশীর্বাদ করছি। কিন্তু, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্লান্ত হয়ে পড়বে। এখানে পুলিশকর্মীদের আমি বলছি, ওই ছবি আমার কাছে পাঠিয়ে দিতে আর তোমার বসার ব্যবস্থা করে দিতে।” প্রধানমন্ত্রী বালিকাটির উদ্দেশ্যে আরও বলেন, “ওই ছবির পিছবে অবশ্যই তুমি তোমার ঠিকানা লিখে দেবে। আমি তোমাকে অবশ্যই চিঠি লিখব।” প্রধানমন্ত্রীর এই কথা শুনে করতালিতে ফেটে পড়ে ওই জনসভা।

কানকেরের বাসিন্দা ওই বালিকার নাম আকাঙ্খা ঠাকুর। সে জানায়, “এখানে প্রধানমন্ত্রী মোদীজি আসবেন বলে শুনেছিলাম। অনেকদিন ধরে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। তাই আমি ভাবি, আজ তাঁর সঙ্গে দেখা করবই। তাই আমি মোদীজির একটি ছবি এঁকে নিয়ে আসি।” প্রধানমন্ত্রী তার হাতে আঁকা ছবি গ্রহণ করেছেন এবং চিঠি দেবেন জানানোয় আপ্লুত বালিকাটি। সে প্রধানমন্ত্রীর চিঠির অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ ও ১৭ নভেম্বর, দু-দফায় ভোট হবে ছত্তীশগঢ়ে। সেই ভোটের প্রচারে এদিনই প্রথম ছত্তীশগঢ়ে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তীশগঢ়ের কানকেড়ে এই জনসভার আয়োজন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আগামী ৩ ডিসেম্বর ভোটের ফল প্রকাশিত হবে।