PM Narendra Modi: রবিবার ১১ হাজার কোটির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী

Sep 28, 2024 | 9:15 PM

PM Narendra Modi: ৭ হাজার ৮৫৫ একর এলাকাজুড়ে বিদকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্রপতি সম্ভাজিনগর থেকে ২০ কিমি দক্ষিণে রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা। অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠবে এই এলাকা।

PM Narendra Modi: রবিবার ১১ হাজার কোটির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)

Follow Us

নয়াদিল্লি: মহারাষ্ট্রে ১১ হাজার ২০০ কোটির বেশি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন করবেন পুনে মেট্রো স্টেশনের। জেলা আদালত থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ তৈরির জন্য খরচ হয়েছে ১৮১০ কোটি টাকা।

পুনে মেট্রো রেল প্রকল্পের সোয়ারগেট-কাটরাজ মেট্রো প্রসারণের শিলান্যাস করবেন মোদী। এর জন্য খরচ হবে ২ হাজার ৯৫৫ কোটি টাকা। ৫.৪৬ কিমি এই মেট্রোলাইনে তিনটি স্টেশন থাকবে। স্টেশন তিনটির নাম মার্কেট ইয়ার্ড, পদ্মাবতী এবং কাটরাজ।

৭ হাজার ৮৫৫ একর এলাকাজুড়ে বিদকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ছত্রপতি সম্ভাজিনগর থেকে ২০ কিমি দক্ষিণে রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা। অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠবে এই এলাকা।

আগামিকাল পুনর্গঠিত সোলাপুর বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোলাপুর বিমানবন্দর পুনর্গঠনের পর পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশাবাদী প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এই এলাকায় বিনিয়োগও বাড়বে। একইসঙ্গে আগামিকাল ভিড়েওয়াড়ার ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাই ফুলের প্রথম বালিকা বিদ্যালয়ের স্মারক সৌধ নির্মাণের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

Next Article