PM Narendra Modi: নারীশক্তিকে সম্মান, মহিলা বিজেপি কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদী

Women Reservation Bill: বিজেপির সদর দফতরে পৌঁছে কর্মী -সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। হাতজোড় করে প্রণামও করেন। এরপরে তিনি মঞ্চে উঠলে মহিলা বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর গলায় মালা পরিয়ে দেন। সামনে দাঁড়িয়ে থাকা বয়ঃজ্যোষ্ঠ এক মহিলা বিজেপি কর্মীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: নারীশক্তিকে সম্মান, মহিলা বিজেপি কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদী
মহিলা বিজেপি কর্মীর পা ছুঁয়ে প্রণাম প্রধানমন্ত্রীর।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 2:17 PM

নয়া দিল্লি: নারীশক্তির জয়জয়কার। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর দেশজুড়ে এই ধ্বনিই শোনা যাচ্ছে। বুধবারই লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। এরপর বৃহস্পতিবার রাজ্যসভাতেও পেশ করা হয় মহিলা সংরক্ষণ বিল। নির্ধারিত সময় পেরিয়েও আলোচনা চলে এই বিল নিয়ে। প্রায় মধ্য রাত অবধি ভোটাভুটিতে পাশ হয় এই বিল। মহিলা সংরক্ষণ বিল পাশের সাফল্য উদযাপন করতেই এ দিন বিজেপির সদর দফতরে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেন মহিলা বিজেপি কর্মীরা। সেখানেও সকলের মন কাড়ল প্রধানমন্ত্রী মোদীর ব্যবহার। প্রধানমন্ত্রীকে বিজেপি কর্মীরা মালা পরাতেই তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিজেপির সদর দফতরে পৌঁছে কর্মী -সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। হাতজোড় করে প্রণামও করেন। এরপরে তিনি মঞ্চে উঠলে মহিলা বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর গলায় মালা পরিয়ে দেন। সামনে দাঁড়িয়ে থাকা বয়ঃজ্যোষ্ঠ এক মহিলা বিজেপি কর্মীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। আরেক মহিলা তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে, তিনি হাত দিয়ে বাধা দেন।

এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি দেশের সমস্ত মহিলাদের অভিনন্দন জানাতে চাই। গতকাল ও তার আগেরদিন, আমরা নতুন ইতিহাস তৈরির সাক্ষী থেকেছি। এটা আমাদের সৌভাগ্য যে কোটি কোটি মানুষ এই ইতিহাস তৈরির সুযোগ দিয়েছেন। এমন কিছু সিদ্ধান্ত থাকে, যা দেশের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”

মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটারের পরিবর্তিত নাম)-এও সংবর্ধনা অনুষ্ঠানের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী মোদী। ক্য়াপশনে তিনি লেখেন, “মহিলা সাংসদদের সঙ্গে দেখা করার সৌভাগ্য হল, যারা নারী শক্তি বন্ধন অধিনিয়ম পাশ করায় উচ্ছসিত। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ করে আমরা দেশের নারীশক্তিদের নিয়ে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে গেল।”