PM Narendra Modi: এশিয়ান গেমসে অভাবনীয় সাফল্য ভারতের, অ্যাথলিটদের অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী মোদী

Asian Games Athletes: দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর আলাপচারিতা অনুষ্ঠানে এশিয়ান গেমস ২০২২-এ অংশগ্রহণকারী দেশের অ্যাথলিটরাও ছাড়াও উপস্থিত থাকবেন তাঁদের কোচ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আধিকারিক, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধি-সহ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের আধিকারিকেরা।

PM Narendra Modi: এশিয়ান গেমসে অভাবনীয় সাফল্য ভারতের, অ্যাথলিটদের অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 5:38 PM

নয়া দিল্লি: সদ্য শেষ হয়েছে এশিয়ান গেমস। ভারতীয় অ্যাথলিটদের অভাবনীয় পারফরম্যান্সে ১০৭টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই গেমসে (Asian Games, 2022) অংশগ্রহণকারী অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতা করবেন তিনি (PM Narendra Modi)। আগামী কাল অর্থাৎ ১০ অক্টোবর, মঙ্গলবার বিকালে নয়া দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে এশিয়াড অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর অফিসের (PMO) তরফে বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করা হয়েছে।

PMO-র বিবৃতিতে বলা হয়েছে, এশিয়ান গেমস ২০২২-এ অভাবনীয় দক্ষতা দেখিয়েছেন দেশের অ্যাথলিটরা। তাঁদের অসাধারণ পারফরম্যান্সে ২৮টি সোনা-সহ ১০৭টি পদক পেয়েছে ভারত। এটাই এশিয়ান গেমসে ভারতের সবচেয়ে বড় সাফল্য। তাই এশিয়ান গেমস ২০২২-এর অ্যাথলিটদের অভিনন্দন জানাতে তাঁদের সঙ্গে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলির জন্যও অ্যাথলিটদের শুভেচ্ছাও জানাবেন তিনি।

দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর আলাপচারিতা অনুষ্ঠানে এশিয়ান গেমস ২০২২-এ অংশগ্রহণকারী দেশের অ্যাথলিটরাও ছাড়াও উপস্থিত থাকবেন তাঁদের কোচ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আধিকারিক, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধি-সহ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের আধিকারিকেরা।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হানঝাউ প্রদেশে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস ২০২২। চলতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এটি আদতে গত বছর হওয়ার কথা ছিল। কোভিডের জন্য গত বছর এই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবছর এই প্রতিযোগিতা হয় এবং এটি এশিয়ান গেমস ২০২২ হিসাবে পরিচিত। এবছর দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে ভারত। এর আগে ২০১৮ সালে ৭০টি পদক জয় করেছিল ভারত। সেটাই ছিল এশিয়ান গেমসে প্রাপ্ত সর্বাধিক পদক। এবছর সেই রেকর্ড ভেঙে দিয়ে এশিয়ান গেমসে চতুর্থ স্থান দখল করেছে ভারত।