AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cannibalism: ‘রক্তে মাখা মুখ, দেখলাম বৃদ্ধার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে ছেলেটা’, ছাগল চরাতে গিয়ে দেখলেন হাড়হিম করা দৃশ্য

Crime News: তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক হাইড্রোফোবিয়া বা জলাতঙ্কে আক্রান্ত। র‌্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ের ফলেই জলাতঙ্ক হয়। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বলেন, "অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করছে।  আমরা অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে।"

Cannibalism: 'রক্তে মাখা মুখ, দেখলাম বৃদ্ধার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে ছেলেটা', ছাগল চরাতে গিয়ে দেখলেন হাড়হিম করা দৃশ্য
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 28, 2023 | 11:36 AM
Share

জয়পুর: জলাতঙ্কে ভুগে ভয়ঙ্কর অবস্থা। এক বৃদ্ধাকে পাথর দিয়ে থেঁতলে খুন করে, তাঁর মাংস খেয়ে নিল ২৪ বছরের এক যুবক। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলায়। পুলিশের তরফে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক জলাতঙ্কে আক্রান্ত জানা যেতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুরেন্দ্র ঠাকুর (২৪)। তিনি আদতে মুম্বইয়ের বাসিন্দা। মুম্বই থেকে বাসে করে রাজস্থানের পালি জেলায় আসেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার। এক প্রতক্ষ্যদর্শীর বয়ান অনুযায়ী, পালি জেলার সারাধনা গ্রামের বাসিন্দা শান্তি দেবী (৬৫) গরু চরাতে মাঠে গিয়েছিলেন। সেই সময় ওই যুবক তাঁর উপরে হামলা করে। পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং খুন করে। এরপরই তাঁর মাংস খেতে শুরু করে।

প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেন, “আমি ছাগল চরিয়ে ফিরছিলাম, সেই সময় আমি দেখতে পাই এক ব্যক্তি মহিলার দেহ থেকে মাংস খুবলে খাচ্ছে। ওই দৃশ্য দেখেই আমি ভয় পেয়ে যাই এবং ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যাই”। ওই ব্যক্তি জানান, তাঁর কথা শুনে স্থানীয় বাসিন্দারাও আসেন, ওই যুবকের রক্তমাখা মুখ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ওই যুবক পালাতে গেলে, তারা অভিযুক্ত যুবককে ধরে এবং পুলিশের হাতে তুলে দেন।

তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক হাইড্রোফোবিয়া বা জলাতঙ্কে আক্রান্ত। র‌্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ের ফলেই জলাতঙ্ক হয়। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বলেন, “অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করছে।  আমরা অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালেও রোগী অশান্তি করছে। নার্সরা তাঁকে বেঁধে রাখতে বাধ্য হয়েছে।”

চিকিৎসকরা জানিয়েছেন, হয়তো অতীতে ওই যুবককে কুকুরে কামড়েছিল। ভ্যাকসিন না নেওয়ার কারণে তাঁর র‌্যাবিস বা জলাতঙ্ক হয়েছে।

অভিযুক্তের কাছ থেকে মুম্বইয়ের বাসের টিকিট উদ্ধার করা হয়েছে। সেটি দেখেই জানা যায় যে অভিযুক্ত মুম্বইয়ের বাসিন্দা। মৃত মহিলার ছেলে পুলিশে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।