ভিডিয়ো: লকডাউনের স্তোত্র পাঠ, করোনাবিধি ভাঙায় ব্যতিক্রমী শাস্তি পুলিশের

সামাজিক দূরত্ব মেনেই সকলকে দাঁড় করিয়ে লকডাউনের স্তোত্র পাঠ করাচ্ছে পুলিশ।

ভিডিয়ো: লকডাউনের স্তোত্র পাঠ, করোনাবিধি ভাঙায় ব্যতিক্রমী শাস্তি পুলিশের
ছবি- এএনআই
Follow Us:
| Updated on: May 04, 2021 | 11:04 AM

আমবালা: করোনা (COVID) সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে ‘সুনামির’ আকার ধারণ করেছে। ক্রমেই বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউনের পথে হেঁটেছে বেশ কয়েকটি রাজ্য। একাধিক রাজ্যে জারি কার্ফু, কায়েম আংশিক লকডাউনও। তবে এই সঙ্কটময় পরিস্থিতিতেও মানুষের মধ্যে সচেতনতার অভাব। লকডাউন অবজ্ঞা করেই রাস্তায় বেরিয়ে আসছেন অনেকে। তাঁদের রুখতে তাই ব্যতিক্রমী শাস্তির পথে হেঁটেছে আমবালার পুলিশ। হরিয়ানায় ১০ মে পর্যন্ত লকডাউন। কিন্তু অনেকই লকডাউন অবজ্ঞা করছেন, তাঁদের শরীর চর্চা করাতে করাতে লকডাউনের স্তোত্র পাঠ করাল পুলিশ।

সংবাদ সংস্থা এএনআইর টুইট করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, করোনাবিধি যাঁরা মানেননি তাঁদের একত্রিত করেছে পুলিশ। সামাজিক দূরত্ব মেনেই সকলকে দাঁড় করিয়ে লকডাউনের স্তোত্র পাঠ করাচ্ছে পুলিশ। শরীরচর্চা করতে করতে তাঁরা বলছেন, “আমরা লকডাউনের নিয়ম মেনে চলব।” এহেন ব্যতিক্রমী সাজা দেশের অন্যান্য প্রান্তেও দেখা যাচ্ছে।

ভোপালেই প্রশাসনিক এক আধিকারিক করোনাবিধি ভাঙায় সকলকে ঢাক পিটিয়ে ব্যাঙের মতো লাফ করিয়েছেন। তবে সাজা দেওয়ার ক্ষেত্রেও সেখানে পালিত হয়নি সামাজিক দূরত্ব। তাই বিপাকে পড়েছেন ওই প্রশাসনিক আধিকারিক। জেলাশাসকের ভর্ৎসনার মুখে পড়েছেন তিনি। করোনা সংক্রমণের প্রথম ঢেউ রুখতে যখন লকডাউন কায়েম হয়েছিল, তখনও দেখা গিয়েছিল, রোদে দাঁড় করিয়ে রাখা কিংবা কান ধরে ওঠবস করানোর মতো ব্যতিক্রমী সাজা দিয়েছিল পুলিশ। যা থেকে বিতর্কেরও সূত্রপাত হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। স্রেফ ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। যার ফলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯১ বেড়ে এখন ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। এ পর্যন্ত দেশে করোনা জয় করেছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন।

আরও পড়ুন: মাস্ক না পরলে ঢাক পিটিয়ে ব্যাঙের মতো লাফাতে হবে, সাজা দিয়ে বিপাকে আধিকারিক