Bihar: কী কাণ্ড! দমকা হাওয়া দিতেই ভেসে গেল গঙ্গার উপরের অস্থায়ী ব্রিজ, বিহারবাসী শুধু চেয়েই রইলেন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 30, 2023 | 7:00 AM

Bihar: সকালবেলা নদী পাড়াপাড় করতে গিয়ে দেখেন সেতুটির একাংশ খুলে পড়ে গিয়েছে।তারপর তা জলের উপর দিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে।

Bihar: কী কাণ্ড! দমকা হাওয়া দিতেই ভেসে গেল গঙ্গার উপরের অস্থায়ী ব্রিজ, বিহারবাসী শুধু চেয়েই রইলেন
এই ব্রিজ ভেঙেই বিপত্তি
Image Credit source: ANI

Follow Us

বিহার: চেয়ে চেয়ে দেখছেন এলাকাবাসী। কারণ গঙ্গার উপর দিয়ে ভেসে চলছে অস্থায়ী ব্রিজ। কী করবেন কিছুই বুঝতে পারছেন না। কারণ যাতায়াতের একমাত্র মাধ্যম সেই ব্রিজটি এখন অধরা তাঁদের কাছে। যদিও হাওয়ার ঝটকায় এভাবেই ব্রিজ ভেঙে পড়বে তা অবশ্য কল্পনাও করতে পারেননি সেখানকার বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়। সেখানে এলাকাবাসী নিজের চোখে দেখলেন দমকা হাওয়ার জেরে ভেসে গিয়েছে গোটা ব্রিজ।

এলাকাবাসী জানান যে, সকালবেলা নদী পাড়াপাড় করতে গিয়ে দেখেন সেতুটির একাংশ খুলে পড়ে গিয়েছে।তারপর তা জলের উপর দিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। এর জেরে গঙ্গা পেরতে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নদী পেরতে এখন ভরসা নৌকা।

আর ঝোপ বুঝে কোপ মারতে ছাড়েননি নৌকা চালকরা। এলাকাবাসীর দাবি, রাতারাতি বাড়ানো হয়েছে ভাড়া। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। দ্রুত যাতে ব্রিজ মেরামতি করা হয় দাবি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা এসে পৌঁছেছেন এলাকায়।

 

Next Article
Vladimir Putin: ‘মহান বন্ধু মোদী’-ই অনুপ্রেরণা, ‘আত্মনির্ভর’ রাশিয়া গড়ার ডাক পুতিনের
Coromandel Express Accident: সিগন্যালিং-এ সর্বনাশ! করমণ্ডল দুর্ঘটনার রিপোর্ট জমা পড়ল রেল মন্ত্রকে