Ayodhya Ram Temple: ২২ জানুয়ারিতেই ‘অভিষেক’ রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা কবে? জানাল কর্তৃপক্ষ
Ayodhya Ram Temple: মোট আড়াই একর জায়গার ওপর তৈরি হচ্ছে রাম মন্দির। এছাড়া ৮ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর। ২০২০ সালে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর শুরু হয় মন্দিরের কাজ।
অযোধ্যা: সুপ্রিম কোর্টের রায় কার্যত ইতি টেনেছিল বহু বছরের বিতর্কের। এরপরই শুরু হয় রাম মন্দির তৈরির কাজ। ২০২০ সালে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সেই মন্দির তৈরির কাজ শেষ হওয়ার পথে। এগিয়ে আসছে মন্দির প্রতিষ্ঠার সময়। কবে হবে অভিষেক? কবে হবে সে কথা জানালেন ‘রাম মন্দির কনস্ট্রাকশন কমিটি’র চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র। তিনি জানিয়েছেন, ২০২৪-এর ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।
সংবাদসংস্থা পিটিআই-কে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, তিন তলা মন্দিরের একতলার কাজ সম্পূর্ণ হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে। অভিষেক অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে যে কোনও একদিন প্রাণ প্রতিষ্ঠা হবে বলেও জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত দিন জানানো হয়নি প্রধানমন্ত্রীর দফতরে।
২০২০ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন অযোধ্যায়। নৃপেন্দ্র মিশ্র আরও জানিয়েছেন, মন্দিরের ‘শিখর’-এ এমন একটি জিনিস বসানো হচ্ছে, যাতে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের আলো পড়বে ঠিক রামের মূর্তির মাথায়। বেঙ্গালুরুতে বিশেষভাবে তৈরি হবে সেই দ্রব্য। রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে।
সূত্রের খবর, ২০২৪-এর ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির পর শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। ১০ দিন ধরে চলবে আচার অনুষ্ঠান। ওই বছরের ২৪ জানুয়ারি সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। মোট আড়াই একর জায়গার ওপর তৈরি হচ্ছে রাম মন্দির। এছাড়া ৮ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর।