Prashant Kishor : ‘বয়সের ছাপ স্পষ্ট’, প্রাক্তন সতীর্থ নীতীশকে খোঁচা ‘তরতাজা’ পিকে-র
Prashant Kishor : নীতীশ কুমার গতকাল অভিযোগ করেছিলেন, পিকে জেডিইউ ও কংগ্রেসের একসঙ্গে হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এদিন পিকে সেই দাবি খারিজ করে বলেন, নীতীশের অভিযোগ বিভ্রান্তিকর।

পটনা : এক সময়ের রাজনৈতিক সঙ্গী। কিন্তু এখন সম্পর্কের সমীকরণটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। এখন তাঁদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলা চলছে। আর এই আবহে সম্প্রতি পিকে-নীতীশ দ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল নীতীশ কুমার রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযাগ করেছিলেন, ৪ থেকে ৫ বছর আগে পিকে তাঁকে কংগ্রেসের সঙ্গে জেডিইউ জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এবার রবিবার নীতীশের সেই অভিযোগই খারিজ করলেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী এদিন বলেছেন, স্পষ্ট বোঝা যাচ্ছে নীতীশ কুমারের বয়স হচ্ছে। তিনি অন্য কিছু বলতে চান, কিন্তু বলে ফেলেন অন্য কিছু।
নীতীশ কুমারের বক্তব্যকে কটাক্ষ করে পিকে এদিন বলেছেন, ‘ইংরেজিতে একে বলে বিভ্রান্তিকর।’ তিনি বলেছেন, ‘প্রথমে, তিনি বলেছিলেন যে আমি বিজেপির জন্য কাজ করছি। তারপর তিনি দাবি করেছিলেন,আমি তাঁর দলকে কংগ্রেসের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়েছি। এই দুটো একসঙ্গে কীভাবে সম্ভব? আমি যদি বিজেপির হয়ে কাজ করি, তাহলে আমি কেন কংগ্রেসকে শক্তিশালী করার কথা বলব? এবং যদি এটি সত্য হয়, তবে প্রথম বিবৃতিটি ভুল।’ তিনি আরও বলেছেন, ‘নীতীশ কুমার চিন্তিত…কোনওভাবে তিনি রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁর চারধারে এমন কয়েকজন রয়েছেন যাঁদের তিনি নিজেই ভরসা করতে পারেন না। একদিকে তাঁর বার্ধক্য এবং অন্যদিকে এই বিচ্ছিন্নতা।’
প্রসঙ্গত, সম্প্রতি প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে জেডিইউ-র নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক বৈঠকে পিকে দাবিও করেছিলেন নীতীশ তাঁকে রাজনৈতিক উত্তরাধিকারীও বলেছেন। এর পাল্টা পিকে বলেছিলেন, ‘আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে বলেছি যে তিনি আমাকে রাজনৈতিক উত্তরাধিকারী করলেও, আমার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিলেও আমি তাঁর (নীতীশ কুমার) সঙ্গে কাজ করব না …। আমি বলেছিলাম না…আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি … এটা পরিবর্তন করা যাবে না ‘। এদিকে প্রশান্ত কিশোরের দাবির ভিত্তিতে নীতীশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি জানান, পিকে কে নিমন্ত্রণ করা হয়নি। তিনি নিজেই আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নীতীশ বলেছেন, ‘তিনি অনেক কিছু বলেন। কিন্তু আসল ঘটনা চেপে যান। তিনি কংগ্রেসের সঙ্গে আমার দল একত্রিত করার কথা বলেছিলেন।’





