Jammu Kashmir Police: তুষারপাতে আটকে পড়েছিলেন গর্ভবতী মহিলা, কী হল তারপর দেখুন ভিডিয়ো…
Kashmir police: বুধবার কাশ্মীরের তুষারপাতে আটকে পড়েছিলেন এক গর্ভবতী মহিলা। সেই সময়ই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন ওই মহিলা।
কুলগাম: কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক নৈস্বর্গিক সৌন্দর্যের ছবি। সাধে তো আর কাশ্মীরকে ‘ভূস্বর্গ’ বলা হয়না। তবে কাশ্মীরের এই অপার্থিব সৌন্দর্যে হামেশাই রক্তের দাগ লেগে যায়। দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের কারণে কাশ্মীরে সরকারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের প্রচ্ছন্ন মদতে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ কেড়ে নিয়েছে অজস্র প্রাণ। স্বাধীনতার পর থেকে অনেক দিন পেরিয়ে কাশ্মীর এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে মোদী সরকার। কাশ্মীরের বিশেষ তকমাও এখন আর নেই। তবে প্রাকৃতিক সৌন্দর্যের মতো মানবিকতাতেও পিছিয়ে নেই কাশ্মীর।
বুধবার কাশ্মীরের তুষারপাতে আটকে পড়েছিলেন এক গর্ভবতী মহিলা। সেই সময়ই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন ওই মহিলা। কিন্তু তৎক্ষণাত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কুলগাম পুলিশ। পুলিশের উদ্যোগেই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুলগাম থানার এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “আমাদের কাথে বানপোরা থেকে ফোন এসেছিল। আমাদের বলা হয় ভারী তুষারপাতের কারণে এক মহিলা আটকে পড়েছেন। আমাদের জানানো হয়েছিল তুষারপাতের তীব্রতা এতটাই ছিল যে তাঁর পরিবারের সদস্যরাও সেখানে পৌঁছতে পারেননি। আটকে পড়া ওই মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন, তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াও প্রয়োজনীয় ছিল।”
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, “কুলগাম জেলার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। ২ কিলোমিটার পিচ্ছিল রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওই মহিলাকে উদ্ধার করার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে অ্যাম্বলেন্স পরিষেবা স্বাভাবিক না থাকার কারণে পুলিশ গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
আরও পড়ুন Ashneer Grover Shark Tank India: মারত্মক অভিযোগ! বিপাকে ‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশনীর গ্রোভারের স্ত্রী