অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

গত ২৬ মার্চ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)।

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 7:39 PM

নয়া দিল্লি: এইমসে সফল অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি ভবনে ফিরেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। টুইট করে এ কথা জানিয়েছেন খোদ তিনিই। টুইটারে রামনাথ কোবিন্দ লেখেন, “আমি অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি ভবনে ফিরে এসেছি। আমার দ্রুত সুস্থতা কামনা করে যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। যে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা এইমসে ও সেনা হাসপাতালে আমার চিকিৎসা করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। বাড়ি ফিরে খুব খুশি।”

মার্চ মাসের ৩০ তারিখ দিল্লির এইমসে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ৩ এপ্রিল রাষ্ট্রপতি ভবনের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়েছিল, “রাষ্ট্রপতি কোবিন্দকে আইসিইউ থেকে এইমসের একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করা হয়েছে।” তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছিল এইমস। এ বার একেবারে সুস্থ হয়ে রাষ্ট্রপতি ভবনে ফিরলেন তিনি।

গত ২৬ মার্চ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। রাষ্ট্রপতি অসুস্থ হওয়ার পর তাঁর খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা হয়েছে তাঁর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাস্থ্যের উন্নতি কামনা করে টুইট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন। টুইটারে তিনি জানিয়েছিলেন, মেডিক্যাল টিম জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন। দেবেন্দ্র ফড়নবিশ, নবীন পট্টনায়ক, হেমন্ত সোরেন-সহ অনেকেই রাষ্ট্রপতির সুস্থতা কামনা করেছিলেন।

আরও পড়ুন: বিমানযাত্রায় নয়া নিয়ম, ২ ঘণ্টার কম সময়ের উড়ানে মিলবে না খাবার