AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi to visit Wayanad: ধসে বিধ্বস্ত ওয়েনাড় যাচ্ছেন মোদী, খতিয়ে দেখবেন পরিস্থিতি

Modi to visit Wayanad: গত ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ভূমিধস হয় ওয়েনাড়ে। বিধ্বংসী সেই ভূমিধসে চাপা পড়েন অনেকে। দ্রুত উদ্ধারকাজে নামে সেনা। উদ্ধার করা হয় ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের।

Modi to visit Wayanad: ধসে বিধ্বস্ত ওয়েনাড় যাচ্ছেন মোদী, খতিয়ে দেখবেন পরিস্থিতি
শনিবার ওয়েনাড় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 8:27 AM
Share

নয়াদিল্লি: ভারী বৃষ্টি। তার জেরে ধস। আর সেই ভূমিধসেই বিধ্বস্ত কেরলের ওয়েনাড়। সাড়ে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর নিয়মিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ধসে বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি। শনিবার ওয়েনাড়ে যাবেন। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।

গত ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ভূমিধস হয় ওয়েনাড়ে। বিধ্বংসী সেই ভূমিধসে চাপা পড়েন অনেকে। দ্রুত উদ্ধারকাজে নামে সেনা। উদ্ধার করা হয় ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের। ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কি না, তার খোঁজ চালায়। নিয়মিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে ওয়েনাড়ে যাচ্ছেন মোদী। সকাল ১১টা নাগাদ কন্নুরে পৌঁছবেন তিনি। দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ আকাশপথে ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলবেন। পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন।

ত্রাণ শিবিরগুলিতেও যাবেন প্রধানমন্ত্রী। যাবেন হাসপাতালে। দেখা করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে। এরপর একটি বৈঠক করবেন। সেই বৈঠকে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানানো হবে প্রধানমন্ত্রীকে। একইসঙ্গে ত্রাণ শিবিরগুলির পরিস্থিতি নিয়েও তাঁকে তথ্য দেবেন আধিকারিকরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)