Rahul Gandhi: ৭০ বছর ধরে কী করেছি? প্রধানমন্ত্রীকে জবাব দিলেন রাহুল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 25, 2022 | 2:18 PM

Rahul Gandhi: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজা। এবার মোদীকে কটাক্ষ করে টুইট করলেন রাহুল।

Rahul Gandhi: ৭০ বছর ধরে কী করেছি? প্রধানমন্ত্রীকে জবাব দিলেন রাহুল
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি: একদিকে যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের ‘ভারত জড়ো’ যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মূল্যবৃদ্ধি আর বেকারত্ব, যে দুই অস্ত্রে শান দিয়ে শাসক দলের মোকাবিলা করতে নামছে বিরোধী দলগুলি, সেই অস্ত্রেই ফের একবার আক্রমণ করলেন রাহুল। দেশের অন্যতম পুরনো দল হিসেবে কংগ্রেসের ভূমিকা কী, সেটা বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি।

২০১৪-র পর ২০১৯-এ ক্ষমতায় আসতেও তেমন কোনও পথের কাঁটা পেরতে হয়নি নরেন্দ্র মোদী তথা বিজেপিকে। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী বারবার কংগ্রেস শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস দেশের জন্য কী করেছে, সেই প্রশ্ন তুলেছেন একাধিকবার। তাই এবার দলের তরফে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রাহুল।

শনিবার একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী প্রায় প্রশ্ন করেন, ৭০ বছর ধরে কী করেছে?’রাহুলের উত্তর, ‘আমরা কখনও ভারতে বেকারত্বের শীর্ষে পৌঁছে দিইনি। মূল্যবৃদ্ধিও এত বাড়তে দিইনি কখনও।’ রাহুলের কথায়, বিজেপি সরকার দরিদ্র মানুষের সরকার নয়, নারী বা শিশুদের সরকারও নয়, বিজেপি হল শুধুমাত্র ৫-৬ জন ধনী ব্যক্তির সরকার, যারা সব ব্যবসাকে প্রভাবিত করতে পারে।

সম্প্রতি হিমাচল প্রদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছেন, কংগ্রেস সরকার থাকাকালীন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারপরই এই জবাব দিলেন রাহুল।

Next Article