Rahul Gandhi: গায়ে কুলির পোশাক, মাথায় লাগেজ! ফের ভারত জোড়ো যাত্রায় রাহুল

এই ঘটনার কথা নিজেদের এক্স (অতীতের টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে কংগ্রেস। সেই পোস্টে লেখা হয়েছে, “জনতার নায়ক রাহুল গান্ধী দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে তাঁর কুলি বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই এক কুলি বন্ধু তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”

Rahul Gandhi: গায়ে কুলির পোশাক, মাথায় লাগেজ! ফের ভারত জোড়ো যাত্রায় রাহুল
কুলির পোশাকে রাহুল গান্ধী।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 1:11 PM

নয়াদিল্লি: আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে বৃহস্পতিবার কুলিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কুলিদের প্রথাগত লাল পোশাক পরেই সেখানে দেখা গিয়েছে রাহুলকে। এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানেম দেখা যাচ্ছে, কুলিদের পোশাক পরে লাগেজ মাথায় তুলছেন গান্ধী পরিবারের কংগ্রেস নেতা। এর পর সেখানে বসে কুলিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। শুনেছেন তাঁদের সমস্যা এবং দাবিদাওয়ার কথা।

এই ঘটনার কথা নিজেদের এক্স (অতীতের টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে কংগ্রেস। সেই পোস্টে লেখা হয়েছে, “জনতার নায়ক রাহুল গান্ধী দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে তাঁর কুলি বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই এক কুলি বন্ধু তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”

সংবাদ সংস্থার শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশনের বাইরে কুলিদের সঙ্গে কথা বলছেন রাহুল। নিজেদের সমস্যার কথা কংগ্রেস নেতাকে জানাচ্ছেন আনন্দ বিহার স্টেশনের কুলিরা। এই ঘটনা নিয়ে কংগ্রেস লিখেছে, “ভারত জোড়ো যাত্রা চলছে।”