প্রতিরক্ষা কমিটিতে রাহুল গান্ধী, সংসদে কামব্যাক করেই বড় দায়িত্ব পেলেন মহুয়াও

Parliament Standing Committee: রাহুল গান্ধী ছাড়াও আরও তিন সাংসদ সংসদীয় বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন। সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শশী থারুরকে। এর পাশাপাশি শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, যুব ও ক্রীড়া কমিটির দায়িত্বও কংগ্রেসের কাঁধেই বর্তেছে। এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং।

প্রতিরক্ষা কমিটিতে রাহুল গান্ধী, সংসদে কামব্যাক করেই বড় দায়িত্ব পেলেন মহুয়াও
সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বড় দায়িত্বে রাহুল-মহুয়া।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 27, 2024 | 10:16 AM

নয়া দিল্লি: বড় পদ প্রাপ্তি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্যপদ পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও (Kangana Ranaut) দায়িত্ব পেয়েছেন। তাঁকে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan) ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

রাজ্যসভার সেক্রেটারিয়েটের তরফে বিবৃতি জারি করে এই কমিটিগুলির গঠন ও তাদের সদস্যদের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন রাহুল গান্ধী। তাঁকে প্রতিরক্ষা কমিটির সদস্য করা হয়েছে। আগেও এই কমিটির সদস্য ছিলেন রাহুল গান্ধী। প্রতিরক্ষা কমিটির প্রধান পদে থাকবেন বিজেপি সাংসদ রাধামোহন সিং।

রাহুল গান্ধী ছাড়াও আরও তিন সাংসদ সংসদীয় বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন। সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শশী থারুরকে। এর পাশাপাশি শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, যুব ও ক্রীড়া কমিটির দায়িত্বও কংগ্রেসের কাঁধেই বর্তেছে। এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ কমিটির দায়িত্ব পেয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। গ্রামীণ ও পঞ্চায়েতি রাজ কমিটির নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উল্কা।

এই খবরটিও পড়ুন

তবে নজরে পড়ার মতো বিষয় হল সাতবারের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীকে কোনও কমিটিতেই রাখা হয়নি।

বাকি বিরোধী দলগুলির মধ্যে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকেও তথ্য প্রযুক্তি কমিটির সদস্য করা হয়েছে। শিবসেনা (ইউবিটি)-র প্রিয়ঙ্কা চতুর্বেদী ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও এই কমিটিতে রাখা হয়েছে। ডিএমকে-র তিরুচি শিবা ও কানিমোজিকে যথাক্রমে শিল্প  এবং খাদ্য ও জনবন্টন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংসদে গুরুত্বপূর্ণ কমিটিগুলি বিজেপির হাতেই রয়েছে, যেমন প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, কয়লা, স্টিল ও তথ্য প্রযুক্তি। স্বরাষ্ট্র বিষয়ক কমিটির নেতৃত্ব দেবেন রাধামেহন দাস আগরওয়াল, ভর্তৃহারি মহতাব, যিনি প্রোটেম স্পিকারও হয়েছিলেন, তিনি অর্থ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃত্ব দেবেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও রাজীব প্রতাপ রুডি কয়লা, স্টিল ও জলসম্পদ কমিটির দায়িত্বে থাকছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তথ্যপ্রযুক্তি কমিটির দায়িত্ব পেয়েছেন।

বিজেপির একাধিক জোটসঙ্গীরাও বিভিন্ন কমিটিতে স্থান পেয়েছেন। চন্দ্রবাবু নাইডুর টিডিপি হাউসিং ও নগরোন্নয়ন কমিটির দায়িত্ব পেয়েছে, নীতীশ কুমারের দল জেডিইউ সামলাবে পরিবহন, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক কমিটি।  একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পওয়ারের এনসিপি-কেও শক্তি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...