AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছরে চারবার মিলবে সুযোগ, হাজার হাজার শূন্যপদ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন রেলমন্ত্রী

Recruitment in Rail: ১ লক্ষ ৩০ হাজার লোক চাকরি পেয়েছেন। এরপরই নতুন সাইকেল চালু করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এছাড়া রেলমন্ত্রী এদিন সংসদে জানান, চাকরি প্রার্থীদের সুবিধার জন্য রেলের 'অ্যানুয়াল ক্যালেন্ডার' ঘোষণা করা হয়েছে।

বছরে চারবার মিলবে সুযোগ, হাজার হাজার শূন্যপদ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন রেলমন্ত্রী
| Updated on: Aug 01, 2024 | 8:17 PM
Share

নয়া দিল্লি: রেলে চাকরির করার প্রতি আগ্রহ থাকে বহু প্রার্থীর। দেশ জুড়ে যে বিস্তৃত রেল নেটওয়ার্ক রয়েছে, তাতে কর্মীর চাহিদাও নেহাত কম নয়। রেলের নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোবে, কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, লোকসভায় সেই সব তথ্য তুলে ধরলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কোনও অভিযোগ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার লোকসভায় রেল সংক্রান্ত একাধিক বিষয়ে তথ্য়, পরিসংখ্যান পেশ করেন মন্ত্রী। রেলের সুরক্ষার পাশাপাশি, কোচ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য় দেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আগে সংগঠিতভাবে নিয়োগ হত না, তবে এবার চাকরি প্রার্থীদের জন্য ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে।

ইউপিএ আমলের সঙ্গে তুলনা করে রেলমন্ত্রী এদিন জানান, ইউপিএ সরকারের সময় ৪ লক্ষ ১১ হাজার পদে নিয়োগ হয়েছিল। আর মোদী সরকারের আমলে অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ৫ লক্ষ ২ হাজার পদে নিয়োগ হয়েছে রেলে। আগামিদিনে আরও নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি।

নিয়োগের পরীক্ষা সম্পর্কে রেলমন্ত্রী বলেন, প্রথম পরীক্ষায় ১ কোটি ২৬ লক্ষ প্রার্থী ছিল। ২১১টি শহরে ৭২০টি কেন্দ্রে পরীক্ষা হয়। কোথাও কোনও অভিযোগ ওঠেনি। দ্বিতীয় পরীক্ষায় ১ কোটি ১০ লক্ষ পরীক্ষার্থী ছিল। ১৯১টি শহরে, ৫৫১টি কেন্দ্রে, ১৫টি ভাষায় পরীক্ষা হয়, তাতেও কোনও অভিযোগ ওঠেনি।

১ লক্ষ ৩০ হাজার লোক চাকরি পেয়েছেন। এরপরই নতুন সাইকেল চালু করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এছাড়া রেলমন্ত্রী এদিন সংসদে জানান, চাকরি প্রার্থীদের সুবিধার জন্য রেলের ‘অ্যানুয়াল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে বছরে মোট ৪ বার শূন্যপদ ঘোষণা করা হবে। জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে হবে নিয়োগ। এবছর এখনও পর্যন্ত ৪০৫৬৫ শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে বলে জানান মন্ত্রী।