Bharat Gaurav Delux Tourist Train: দেশের অন্যতম ‘দামি’ ট্রেনে উত্তর-পূর্বাঞ্চল সফর, দেখুন বিলাসবহুল ট্রেনের ছবি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 23, 2023 | 10:41 PM

ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি নয়া দিল্লি স্টেশন থেকে রওনা দিয়েছে এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চল সফর করাবে।

Bharat Gaurav Delux Tourist Train: দেশের অন্যতম দামি ট্রেনে উত্তর-পূর্বাঞ্চল সফর, দেখুন বিলাসবহুল ট্রেনের ছবি

Follow Us

নয়া দিল্লি: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) পর বিলাসবহুল আরও এক নতুন ট্রেন এল। নতুন এই ট্রেনটির নাম ‘ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন’ (Bharat Gaurav Delux Tourist Train)। নামেই বোঝা যাচ্ছে, এটিও বিলাসবহুল ট্রেন এবং সাধারণ ট্রেন নয়, পর্যটকদের জন্যই ট্র্যাকে নেমেছে ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন। অর্থাৎ এই ট্রেনে করে ভ্রমণ করানো হবে। তাই পর্যটক-যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে যেমন ট্রেনের কামরার ভিতর সুন্দর শয্যা, বসার জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা রয়েছে, তেমনই সময় কাটাতে গল্পের বই রাখা থাকছে। অর্থাৎ যাত্রীরা ট্রেনে বসে একঘেয়ে অনুভব করলে গল্পের বই পড়ে সময় কাটাতে পারবেন। ইতিমধ্যে বিলাসবহুল এই ট্যুরিস্ট ট্রেনের ভিডিয়ো রেল মন্ত্রকের (Rail Ministry) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

ট্রেনের ভিতর কী কী সুবিধা থাকছে?
রেলমন্ত্রকের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনের (Bharat Gaurav Delux Tourist Train) কামরাগুলি যেমন ঝাঁ-চকচকে, তেমনই ব্যবস্থাপনাও অন্য এক্সপ্রেস ট্রেনের থেকে আলাদা। সাধারণ ট্রেনের কামরার মতো মুখোমুখি বেড রয়েছে। তবে RAC সিটের দিকে কোনও বাঙ্কার নেই, কাচের জানলার পাশে রয়েছে চেয়ার-টেবিল। অর্থাৎ চেয়ারে বসে জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। পুরো ট্রেনটাই এসি এবং কেবল টায়ার-১ ও টায়ার-২ কোচ রয়েছে। ট্রেনের মধ্যেই কিচেন, সেন্সর বাথরুম, ফুট ম্যাসেজার এমনকি মিনি লাইব্রেরির ব্যবস্থা রয়েছে। প্রতিটি কামরায় কাচের আলমারি রয়েছে এবং সেই আলমারিতে থরে থরে সাজানো রয়েছে গল্পের বই। মূলত ভারত দর্শন-মূলক বই, গৌতম বুদ্ধের উপদেশমূলক বই রয়েছে। অর্থাৎ দেশ সম্পর্কে, দেশের সংস্কৃতি সম্পর্কে যাত্রীদের মধ্যে ধ্যান-ধারণা গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ রেলের। অর্থাৎ যাত্রীরা যাতে এই ট্রেনের সফরে বিশেষ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেলের। অপ্রীতিকর ঘটনা রুখতে গোটা ট্রেনে সিসিটিভি রয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি নয়া দিল্লি স্টেশন থেকে গত ২১ মার্চ রওনা দিয়েছে এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চল সফর করাবে। অর্থাৎ অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ের বিশিষ্ট স্থানগুলি ভ্রমণ করবে। যেমন, অসমের কাজিরাঙা, গুয়াহাটি, শিবসাগর, জোরহাট থাকছে। ত্রিপুরার মধ্যে থাকছে আগরতলা ও উদয়পুর। নাগাল্যান্ডের দিমাপুর ও কোহিমা এবং মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি রয়েছে। মোট ১৫ দিনের সফর। এই সফরের নাম দেওয়া হয়েছে, ‘নর্থ ইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি’।

মূলত, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখ আপনা দেশ প্রোগ্রামের অধীনেই ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনে যাত্রীদের উত্তর-পূর্বাঞ্চল ঘোরানো হবে। দিল্লি থেকে ট্রেনটি ছাড়লেও গাজিয়াবাদ, তুন্ডলা, ইটাওয়া, কানপুর, লখনউ এবং বারাণসী থেকে যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন এবং নামতে পারবেন।

ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনের যাত্রীভাড়া শুরু হচ্ছে ১ লক্ষ ৬ হাজার ৯৯০ টাকা থেকে। এটা এসি টায়ার-২-এর ভাড়া। এসি টায়ার-১-এর ভাড়া ১ লক্ষ ৩১ হাজার ৯৯০ টাকা। এই ভাড়ার মধ্যে অবশ্য ট্রেন ভাড়ার পাশাপাশি হোটেল ভাড়া, খাওয়ার খরচ, সাইডসিন ঘোরার খরচ এমনকি ট্রাভেল ইন্সিওরেন্সও করা থাকছে।

Next Article