AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: রাবণের লঙ্কায় যে পথে গিয়েছিলেন রাম, সেখানেই ছুটবে ট্রেন! এ যুগে রামায়ণের ‘সাক্ষী’ থাকতে কত ভাড়া গুণতে হবে যাত্রীদের?

Ramayana Train: কেন্দ্রীয় রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে, আপাতত এই গোটা রামযাত্রার দায়িত্বে রয়েছে IRCTC। গতবছর রামমন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই দেশজুড়ে এই রামায়ণ ট্রেন ছোটাচ্ছে তারা।

Indian Railway: রাবণের লঙ্কায় যে পথে গিয়েছিলেন রাম, সেখানেই ছুটবে ট্রেন! এ যুগে রামায়ণের 'সাক্ষী' থাকতে কত ভাড়া গুণতে হবে যাত্রীদের?
প্রতীকী ছবিImage Credit source: PTI | X
Follow Us:
| Updated on: Jul 05, 2025 | 7:21 PM

নয়াদিল্লি: দেশজুড়ে রামযাত্রা। করাবে ভারতীয় রেল। আগামী ২৫ জুলাই থেকেই শুরু হবে ভারতীয় রেলের পঞ্চম রামায়ণ পর্ব। যেখানে একেবারে অযোধ্য থেকে রামেশ্বরাম, ঠিক যে পথে শ্রীলঙ্কা পৌঁছে ছিলেন শ্রী রাম। সেই পথেই ছুটবে ভারতীয় রেলের ট্রেন। ঘোরাবে পর্যটকদের। তুলে ধরবে রাম-যাত্রা।

কেন্দ্রীয় রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে, আপাতত এই গোটা রামযাত্রার দায়িত্বে রয়েছে IRCTC। গতবছর রামমন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই দেশজুড়ে এই রামায়ণ ট্রেন ছোটাচ্ছে তারা। আগামী ২৫ জুলাই থেকে ফের একবার পঞ্চম বারের মতো শুরু হবে সেই রামযাত্রা।

কোথায় কোথায় পৌঁছবে এই ট্রেন?

IRCTC সূত্রে জানা গিয়েছে, মোট ৩০টি পর্যটন কেন্দ্র হয়ে যাবে এই ট্রেনটি। যা শুরু হবে অযোধ্যা থেকে। সেখানে রামমন্দির দেখানোর পর নন্দিগ্রাম, সীতামারহি, জনকপুর, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক, হাম্পি হয়ে সব শেষে পৌঁছবে দক্ষিণ ভারতের রামেশ্বরামে।

রেল তরফে জানা গিয়েছে, মোট ১৭ দিন ধরে চলবে এই রামযাত্রা। যেখানে যাত্রীদের জন্য় ট্রেনে শুধুমাত্র ব্যবস্থা থাকবে তিন শ্রেণির এসি কামরার। নন-এসি স্লিপার কামরার কোনও ব্যবস্থা নেই। তবে এই ট্রেনের টিকিট কিনলে খাওয়া-দাওয়া থেকে ভ্রমণ পর্ব সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নেবে IRCTC।

টিকিটের দাম কত?

IRCTC জানিয়েছে, তৃতীয় শ্রেণির এসি কামরার জন প্রতি টিকিটের দাম পড়বে ১ লক্ষ ১৭ হাজার ৯৭৫ টাকা। দ্বিতীয় শ্রেণির এসি কামরার টিকিটের দাম পড়বে ১ লক্ষ ৪০ হাজার টাকা। প্রথম শ্রেণির এসি কুপের দাম পড়বে ১ লক্ষ ৭৯ হাজার টাকা।