AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Good Touch-Bad Touch: ভাল স্পর্শ আর খারাপ স্পর্শ কোনটা, স্কুল পড়ুয়াদের শেখাচ্ছে রাজ্য সরকার

Rajasthan: রাজ্যের ৬৫ হাজার সরকারি স্কুলের ৫৭ লক্ষেরও বেশি পড়ুয়াকে যৌনতা সম্পর্কে সচেতন এবং কোনটা ভাল স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ সম্পর্কে বোঝানো হবে, যাতে তারা আগে থেকেই বিপদ সম্পর্কে সচেতন হতে পারে।

Good Touch-Bad Touch: ভাল স্পর্শ আর খারাপ স্পর্শ কোনটা, স্কুল পড়ুয়াদের শেখাচ্ছে রাজ্য সরকার
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 12:34 PM
Share

জয়পুর: দেশজুড়ে যৌন নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। সম্প্রতিই রাজস্থানে শিশু-কিশোরীদের উপরে ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা উঠে এসেছে। এই ঘটনা রুখতেই এবার পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর। রাজস্থান সরকারের তরফে শনিবার শুরু করা হল এক নতুন প্রচারাভিযান, যার নাম “সেফ স্কুল, সেফ রাজস্থান”। এই প্রচারে সরকারি স্কুল পড়ুয়াদের “ভাল স্পর্শ, খারাপ স্পর্শ” সম্পর্কে পরিচিত করা হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, “গুড টাচ-ব্যাড টাচ” সম্পর্কে শিশুদের অবগত করা হবে। রাজ্যের ৬৫ হাজার সরকারি স্কুলের ৫৭ লক্ষেরও বেশি পড়ুয়াকে যৌনতা সম্পর্কে সচেতন এবং কোনটা ভাল স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ সম্পর্কে বোঝানো হবে, যাতে তারা আগে থেকেই বিপদ সম্পর্কে সচেতন হতে পারে।

বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারই সকাল আটটা থেকে দুপুর অবধি রাজ্য়ের ৫০টি জেলাতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রথম ধাপের প্রশিক্ষণে ৬৫ হাজারেরও বেশি সরকারি স্কুলে ৫৭ লক্ষ পড়ুয়াকে ভাল স্পর্শ-খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করা হবে।

আগামী অক্টোবর ও ২০২৪ সালের জানুয়ারি মাসেও এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। পরবর্তী ধাপে বেসরকারি স্কুলগুলিতেও এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।