Ram Mandir Inauguration Holiday: রাম মন্দির উদ্বোধনের দিন দুপুর ২.৩০ টায় খুলবে ব্যাঙ্ক
Bank Holiday: রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অর্ধেক দিন বন্ধ থাকবে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ইনস্যুরেন্স সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবারই এ নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দুপুর ২.৩০টা পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
নয়াদিল্লি: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অর্ধেক দিন বন্ধ থাকবে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ইনস্যুরেন্স সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবারই এ নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দুপুর ২.৩০টা পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এর আগে সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় সরকারে শিল্প সংস্থাকে অর্ধেক দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তার পরই ব্যাঙ্ক খোলা রাখার বিষয়েও আসে এল এই নির্দেশিকা।
কেন্দ্র সরকারে নির্দেশিকায় বলা হয়েছে, “২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উদযাপন হবে গোটা দেশে। কর্মীরা যাতে সেই উদযাপনে অংশ নিতে পারেন, সে জন্য কেন্দ্রীয় সরকারি অফিস, সংস্থা, কারখানা গুলি অর্ধেক দিন (দুপুর ২.৩০ পর্যন্ত) বন্ধ থাকবে।”
অযোধ্যায় রাম মন্দিন উদ্বোধনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রীতি পালন চলছে। ২২ জানুয়ারি, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ পুজোর মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। দূরদর্শনে সেই মুহূর্তের দৃশ্যও সম্প্রচার করা হবে। দেশের বিভিন্ন মন্দির এবং এলাকায় সেই ক্ষণের উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। তাতে সামিল হতে আগ্রহী অনেক কেন্দ্রীয় কর্মীও। সে জন্যই সে সময় অফিস বন্ধের প্রচুর অনুরোধও গিয়েছিল কেন্দ্রের কাছে। তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বেসরকারি ব্যাঙ্কগুলি ২২ জানুয়ারি অর্ধদিবস বন্ধ থাকবে কি না, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি। ওই দিন বেসরকারি ব্যাঙ্কের শাখা প্রথম অর্ধে খোলা থাকবে কি না, তা জানতে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে খবর নিন।