নেশায় মত্ত ইঁদুররা! বন্ধ ঘরে ফাঁকা ১২ বোতল ওয়াইন

মার্চ মাসেও হরিয়ানা পুলিশের বাজেয়াপ্ত ২৯ হাজার লিটার মদ গিয়েছিল ইঁদুরদের পেটে।

নেশায় মত্ত ইঁদুররা! বন্ধ ঘরে ফাঁকা ১২ বোতল ওয়াইন
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 9:15 AM

নীলগিরি: মানুষ পার্টি করে, মদ্যপান করে, ইঁদুর করলেই দোষ? দোষ তো বটে, কারণ সরকারি মদের দোকান থেকে ১২ বোতল ওয়াইন হাওয়া করে দিয়েছে ইঁদুরের দল। তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার গুদালুর এই মদের দোকানের তালা খুলতেই অবাক সবাই। মদের দোকানের কর্মীরা দোকান খুলতেই দেখেন ঢাকনা খোলা ১২ বোতল ওয়াইনের। আর, বোতলের ঢাকনায় ইঁদুরের দাঁতের ছাপ।

এরপর ঘটনাস্থলে পৌঁছন টিএএসএমএসি-র আধিকারিকরা। তাঁরা গিয়ে পরিস্থিতি খতিয়ে সেখানে ইঁদুরের উপস্থিতি টের পান। প্রতি বোতল ওয়াইনের দাম ছিল ১,৫০০ টাকা। অর্থাৎ ১৮ হাজার টাকার মদ পান করেছে ইঁদুররা। দীর্ঘদিন লকডাউন ছিল তামিলনাড়ুতে। তাই বন্ধ ছিল সরকারি মদের দোকানটি। কিন্তু তাতে যে ইঁদুরের পার্টি চলছিল, তা কে জানে? হয়ত এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ওই দোকানের কর্মীদের মনে।

তবে সরকারি মদ ইঁদুর পান করছে, এ ঘটনা নতুন নয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর ২০১৭ সালে প্রায় ৯ লক্ষ লিটার মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। প্রমাণ হিসেবে সেই মদ থানায় ছাড়াও ঘর ভাড়া নিয়ে রাখতে হয়েছিল। তখনও তা ইঁদুরের পেটে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে প্রমাণ বাঁচিয়ে রাখতে কার্যত হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। ২০১৮ সালেও পুলিশের বাজেয়াপ্ত মদ বরেলি থেকে ফাঁকা হয়ে গিয়েছিল। তখনও পুলিশ জানিয়েছিল ১ হাজার লিটার মদ পান করে নিয়েছে ইঁদুর। চলতি বছরের মার্চ মাসেও হরিয়ানা পুলিশের বাজেয়াপ্ত ২৯ হাজার লিটার মদ গিয়েছিল ইঁদুরদের পেটে।

আরও পড়ুন: কবে দিল্লি দখল করবে মৌসুমি বায়ু? পূর্বাভাস হাওয়া অফিসের