Ladakh Army Death: মোদী থেকে রাজনাথ, মমতা থেকে রাহুল, লাদাখে সেনা মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ

ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা। মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনা শোক প্রকাশ করেছেন তাঁরা।

Ladakh Army Death: মোদী থেকে রাজনাথ, মমতা থেকে রাহুল, লাদাখে সেনা মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ
লাদাখে সেনা মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 12:09 AM

নয়াদিল্লি: লাদাখে দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় সেনার একটি গাড়ি। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনা শোকার্ত করেছে গোটা দেশবাসীকে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা। মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনা শোক প্রকাশ করেছেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এ নিয়ে টুইট করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা নিয়ে টুইট করেছেন। জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন। শনিবারই লাদাখ সফরে গিয়েছিলেন তিনি।

ঘটনার পরই টুইটে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইটে লিখেছেন, “লাদাখে দুর্ঘটনার জেরে ভারতীয় সেনার জওয়ানদের মৃত্যুতে দুঃখিত। দেশের প্রতি এই জওয়ানদের সেবা কখনও ভুলব না। সাহসীদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতের দ্রুত আরোগ্য কামনা করছি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন এই ঘটনা নিয়ে। দুর্ঘটনায় প্রাণ যাওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের পরিবারের লোকেদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এ নিয়ে টুইট করেছেন। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও রাজনাথ সিংয়ের টুইট রিটুইট করে শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও কেন্দ্রের একাধিক মন্ত্রী সেনা মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন।