PM Modi: ‘ভারতে বিনিয়োগের এটাই সঠিক সময়’, ফ্রান্স থেকে বার্তা মোদীর
PM Modi: 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের ফলে ভারতে বিনিয়োগে কতটা বদল এসেছে, ভারত-ফ্রান্স সিইও ফোরামে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নেন মোদী। বিদেশি সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান।

প্যারিস: ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-র লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। এই পরিস্থিতিতে ভারতে বিনিয়োগের এটাই সঠিক সময়। বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে প্যারিসে ১৪তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ভারত-ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দুই দেশের বড় বড় সংস্থার প্রতিনিধিরা ভারত-ফ্রান্স সিইও ফোরামে অংশ নেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এখানে থাকতে পারা আমার কাছে খুবই আনন্দের। গত ২ বছরে এটা আমাদের ষষ্ঠ সাক্ষাৎ। গত বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ম্যাক্রোঁ।” সফলভাবে এআই অ্যাকশন সম্মেলন আয়োজনের জন্য ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান মোদী।
এরপরই এআই, মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ফলে ভারতে বিনিয়োগে কতটা বদল এসেছে, ভারত-ফ্রান্স সিইও ফোরামে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নেন মোদী। বিদেশি সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান।
এদিন মোদী বলেন, “গত এক দশকে ভারতের পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। নানা সংস্কারের ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। খুব তাড়াতাড়ি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে।”
বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের গন্তব্যস্থল হয়ে উঠেছে। আমরা এখন সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম মিশনও শুরু করেছি। প্রতিরক্ষা ক্ষেত্রেও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে।”





