GBS in Pune: সামান্য ডায়রিয়া থেকেই প্যারালাইসিস! বিরল স্নায়ুরোগে এক ধাক্কায় আক্রান্ত ৭৩জন

Avra Chattopadhyay |

Jan 26, 2025 | 4:01 PM

GBS in Pune: গত ১৭ দিনে পুনেতে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৩ জন মানুষ। এদের মধ্যে ৪৭ জন মহিলা ও ২৬ জন পুরুষ। আক্রান্ত রোগীদের মধ্যে আবার ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেনশনে রাখা হয়েছে তাদের। চলছে চিকিৎসা।

GBS in Pune: সামান্য ডায়রিয়া থেকেই প্যারালাইসিস! বিরল স্নায়ুরোগে এক ধাক্কায় আক্রান্ত ৭৩জন
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

পুনে: পেট খারাপ হয়েছে? সাধারণ ডায়েরিয়া ভেবে কিন্তু ভুল করবেন না। প্রথম নজরে ডায়রিয়ার মতো দেখতে, সাধারণ ওষুধে সেরেও যাবে। আর তারপর দিন কয়েক কাটতেই আক্রমণ করবে গুলেন বারি সিনড্রোম।

ক্রমশ ঝিমিয়ে পড়বেন। হাঁটতে, চলতেও বিরাট অসুবিধা তৈরি হবে। ধীরে ধীরে শরীরের সমস্ত স্নায়ুগুলি প্রায় কাজ করা বন্ধ করে দেবে। শরীর একেবারে অসাড় হয়ে পড়বে। এরপরই সরাসরি মস্তিষ্কে আক্রমণ। এই হল গুলেন-বারি-সিনড্রোম।

গত ১৭ দিনে পুনেতে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৩ জন মানুষ। এদের মধ্যে ৪৭ জন মহিলা ও ২৬ জন পুরুষ। আক্রান্ত রোগীদের মধ্যে আবার ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেনশনে রাখা হয়েছে তাদের। চলছে চিকিৎসা।

কী এই গুলেন বারি সিনড্রোম?

এটি একটি বিরল স্নায়ুজনিত রোগ। যা সংক্রমণের পর শরীরের প্রতিরোধ্য স্নায়ুগুলিকেই সর্বপ্রথম আক্রমণ করে। যার জেরে শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা হারিয়ে ফেলে। দেহে সব সময় একটা ঝিমুনি ভাব কাজ করে, এরপরই অসাড় হয়ে পড়ে গোটা শরীর। বেশিদিন পর্যন্ত চিকিৎসা না করলে পক্ষাঘাত গ্রস্থ হওয়ার সম্ভবনা আরও বেড়ে যায়। এই রোগের কোনও নির্দিষ্ট কারণ নেই। তবে চিকিৎসক মহলের দাবি, অপরিষ্কার জল ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমেই জিবিএসের জীবাণু মানবদেহে ছড়িয়ে পড়ে।

কিন্তু একই রোগে, একই সময়, কীভাবে আক্রান্ত হলেন এতজন? যথাযথ তথ্য না মিললেও চিকিৎসক মহলের দাবি, অপরিষ্কার জল ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া খাবার থেকে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। তাদের আরও অনুমান, আক্রান্ত রোগীরা হয়তো কোনও ভাবে এই অস্বাস্থ্যকর খাদ্য কিংবা জল পান করেছিলেন, যার জেরে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে তাদের দেহে।

পুনেতে প্রথম কবে মেলে হদিশ?

গত ১১ই জানুয়ারি ডায়রিয়া ও জ্বর নিয়ে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। চিকিৎসক মহল সূত্রে খবর, তার শরীরেই সর্বপ্রথম এই বিরল রোগের হদিশ মেলে। নিজের গ্রামের বাড়ি থেকে ফিরেই প্রথমে ডায়রিয়া ও পরে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর শরীরে অসাড় হয়ে পড়লে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেই ব্যক্তি। বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পরবর্তীতে মৃ্ত্যু হয় তার।

 

Next Article