AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত স্বামী স্মরণানন্দজি মহারাজ, শোকবার্তা পাঠালেন RSS প্রধান মোহন ভগবত

RSS: স্বামীজির প্রয়াণের খবরে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ২০২০ সালে বেলুড় মঠে মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণও করেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেন।

| Edited By: | Updated on: Mar 27, 2024 | 6:36 PM
Share

নয়া দিল্লি: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এ দিন আরএসএসের তরফে বিবৃতি জারি করে রামকৃষ্ণ মিশনের মহারাজের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক প্রকাশ করেছিলেন।

এ দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবন্ত ও দত্তাত্রেয় হোসাবলে জানান, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রয়াণে অত্যন্ত দুঃখিত শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের অগণিত ভক্ত ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের সেবা ও আধ্যাত্মিকতার প্রতি তিনি জীবন উৎসর্গ করেছিলেন। রামকৃষ্ণ মিশন ও মঠকে অসামান্য নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তরফে মহারাজের প্রয়াণে দুঃখ প্রকাশ করা হয় ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রামকৃষ্ণ মঠের মহান কাজ যেন তাঁর সংকল্প ও চেতনার উপরে ভিত্তি করে এগিয়ে যায়, সেই প্রার্থনাও করা হয়।

স্বামীজির প্রয়াণের খবরে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালে বেলুড় মঠে মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণও করেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেন।