AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohan Bhagwat: ‘ধর্ম-অধর্মের যুদ্ধ…’, রামায়ণের প্রসঙ্গ তুলে শক্তি প্রদর্শনের হুঙ্কার মোহনের

RSS: রাম-রাবণের যুদ্ধের প্রসঙ্গ টেনে মোহন ভগবত বলেন, "রাম কিন্তু রাবণকে সুযোগ দিয়েছিলেন। তবুও রাবণ নিজেকে পরিবর্তন করতে পারেনি। এরপরই রাম তাঁকে বিনাশ করে।" অর্থাৎ পাকিস্তানকে বারংবার সুযোগ দেওয়ার পরও যে দেশ শুধরচ্ছে না সেই কথাই বলেছেন তিনি।

Mohan Bhagwat: 'ধর্ম-অধর্মের যুদ্ধ...', রামায়ণের প্রসঙ্গ তুলে শক্তি প্রদর্শনের হুঙ্কার মোহনের
মোহন ভগবত, RSS প্রধানImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 26, 2025 | 9:55 PM
Share

নয়া দিল্লি: ‘…হিন্দুরা কখনই এই কাজ করবে না’, ‘এই লড়াই ধর্ম-অধর্মের লড়াই’ পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানালেন আরএসএস (RSS) প্রধান মোহন ভগবত। সঙ্গেও এও বললেন, জঙ্গিদের হামলায় ছাব্বিশটা প্রাণ শেষ হয়ে গেল। “এই হামলা ধর্ম ও অর্ধমের মধ্যে লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে।” একই সঙ্গে স্মরণ করিয়েছেন ‘রাজধর্মও’।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়। আহত হন একাধিক। প্রাণ হাতে নিয়ে যে সকল পর্যটকরা ফিরে আসেন, তাঁরা জানান শুধু বেছে-বেছে হিন্দুদের খুন করেছে সন্ত্রাসবাদীরা। এর প্রেক্ষিতে বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, “পর্যটকদের ধর্ম জেনে তারপর তাঁদের হত্যা করা হয়েছে। হিন্দুরা কখনও এমন কাজ করবে না।” এরপরই গীতার শ্লোকের উল্লেখ করে তিনি বলেন, “এই যুদ্ধ ধর্ম ও অর্ধমের যুদ্ধ।” তিনি জানান, ভগবত গীতায় হিংসার উল্লেখ এই কারণে করা হয়েছে যাতে অর্জুন লড়ে, গিয়ে মারে। অর্থাৎ পাকিস্তানকে পাল্টা জাবাবের প্রসঙ্গই টেনেছেন মোহন ভগবত। তিনি বলেন,”রাজার উচিত রাজধর্ম পালন করা…।”

সঙ্গে এও যোগ করেন, “আমাদের কষ্ট হচ্ছে। আমরা ক্ষুব্ধ। কিন্তু অশুভ শক্তকে বিনাশ করতে ক্ষমতা দেখানো প্রয়োজন।” রাম-রাবণের যুদ্ধের প্রসঙ্গ টেনে মোহন ভগবত বলেন, “রাম কিন্তু রাবণকে সুযোগ দিয়েছিলেন। তবুও রাবণ নিজেকে পরিবর্তন করতে পারেনি। এরপরই রাম তাঁকে বিনাশ করে।” অর্থাৎ পাকিস্তানকে বারংবার সুযোগ দেওয়ার পরও যে দেশ শুধরচ্ছে না সেই কথাই বলেছেন তিনি।

সকলকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন আরএসএস প্রধান। বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকানোর সাহস পাবে না। আর যদি কেউ তা করে,তাহলে তাদের চোখ উপড়ে নেওয়া হবে।”

মোহন ভগবত এ দিন পাল্টা প্রত্যাঘাতেরও দাবি জানিয়েছেন। তাঁর কথায় কখনও-কখনও শত্রুপক্ষকে নিজের ক্ষমতা দেখাতে হয়। অর্থাৎ, এই ঘটনার পর ভারতের উচিত পাল্টা আক্রমণ করার। তিনি বলেন, “ঘৃণা এবং শত্রুতা আমাদের স্বভাব নয়। কিন্তু নীরবে ক্ষতি সহ্য করাও নয়। একজন সত্যিকারের অহিংস ব্যক্তিকে অবশ্যই শক্তিশালী হতে হবে। যদি শক্তি না থাকে, তাহলে কোনও বিকল্প নেই। কিন্তু যখন শক্তি থাকে,তখন প্রয়োজনের সময় তা দেখাতেও হবে।”