AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS-BJP Meeting: শমীক, সুকান্তদের সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস, থাকছেন নবীনও! ভোটের আগে এবার চূড়ান্ত রণকৌশল প্রস্তুত?

RSS-BJP: সূত্রের খবর, বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরএসএসের উপলব্ধি কী তা এদিনের আলোচনায় উঠে আসতে পারে। অন্যদিকে, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন প্রথম প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে বসছেন নীতিন নবীন।

RSS-BJP Meeting: শমীক, সুকান্তদের সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস, থাকছেন নবীনও! ভোটের আগে এবার চূড়ান্ত রণকৌশল প্রস্তুত?
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 21, 2026 | 11:31 AM
Share

নয়া দিল্লি: শমীক, সুকান্তদের সঙ্গে আজ সমন্বয় বৈঠকে আরএসএস নেতারা। সূত্রের খবর, বাংলায় বিজেপির ভোটের আগে রাজনৈতিক কর্মসূচির রূপরেখা কী হবে এবং সংগঠন কিভাবে কাজ করবে তা নিয়েই বৈঠক। ওয়াকিবহাল মহলের ধারনা, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং আরএসএস এর সংঘাতের ফলশ্রুতি থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। সে কারণেই মহারাষ্ট্র, বিহার-সহ একের পর এক রাজ্যে নির্বাচনী লড়াইয়ে বিজেপি এবং আরএসএসের সমন্বয়কে বাড়তে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

গত এক বছর ধরেই বাংলার বুথ স্তরে অত্যন্ত সক্রিয় আরএসএস। সূত্রের খবর, বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরএসএসের উপলব্ধি কী তা এদিনের আলোচনায় উঠে আসতে পারে। অন্যদিকে, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন প্রথম প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে বসছেন নীতিন নবীন। এছাড়াও, রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির নবনির্বাচিত সভাপতি। সূত্রের খবর, এই বৈঠকেও পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী রাজ্যের সংগঠন এবং কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

ভোটের আগে মেরেকেটে আর কয়েক মাস বাকি। অন্যদিকে বাংলায় পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা বের হওয়ার কিছুদিনের মধ্যে যে ভোটের ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন, তা বলার অপেক্ষা রাখে। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা। সভা করছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই আবার সিঙ্গুর থেকে ঘুরে গিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। এরইমধ্যে শমীক, সুকান্তদের সঙ্গে আজ সমন্বয় বৈঠকে আএরএস-র তরফে কী বার্তা আসে, নতুন কোনও স্ট্র্যাটেজি তৈরি হয় কিনা সেটাই দেখার।