AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal-India News Today Live: জেলায় জেলায় বাধার মুখে আশা কর্মীরা, ‘রাজনীতির ফাঁদে পা দেবেন না’, বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

| Updated on: Jan 21, 2026 | 9:40 AM
Share

Breaking News in Bengali Live Updates: ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশা কর্মীদের। দেওয়ার কথা ডেপুটেশন। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয় কিনা সেটাই দেখার। ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা। সকাল থেকেই স্বাস্থ্য ভবন আসার পথে দিকে দিকে পুলিশি বাধার মুখে পড়ছেন।

West Bengal-India News Today Live: জেলায় জেলায় বাধার মুখে আশা কর্মীরা, ‘রাজনীতির ফাঁদে পা দেবেন না’, বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

LIVE NEWS & UPDATES

  • 21 Jan 2026 09:39 AM (IST)

    ‘রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না’

    • এদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়েন আশা কর্মীরা। স্টেশনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকেই তুলতে থাকেন স্লোগান।Asha New Asha Worker (2)
    • রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের এই বার্তা দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি।”   Chandrima
  • 21 Jan 2026 09:38 AM (IST)

    স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা আশা কর্মীদের

    • ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশা কর্মীদের। দেওয়ার কথা ডেপুটেশন। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয় কিনা সেটাই দেখার। ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা।
    • অভিযোগ পথেই স্বাস্থ্য কর্মীদের আটকে দিচ্ছে শাসকদলের কর্মীরা। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক ও সভাপতিকে বাধার অভিযোগ। হোম অ্যারেস্ট করে রাখার অভিযোগ তুলছেন আশা কর্মীরা। Asha
    • রাস্তা আটকালে রাস্তাতেই অবরোধ, হুঁশিয়ারি আশা কর্মীদের ইউনিয়নের। বিস্তারিত পড়ুন- কোথাও আটক, কোথাও গাড়িতে তুলল পুলিশ! স্বাস্থ্য ভবন অভিযানে বাধা পেয়ে রেললাইনের উপর শুয়ে বিক্ষোভ আশা কর্মীদেরAsaha Worker

কলকাতা: গত রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড ফেলে দিয়েছিল পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। কিন্তু আন্দোলনে অনড় আশা কর্মীরা। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও সকাল থেকেই ট্রেন চড়ে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেন অনেক আশা কর্মী। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেই সংখ্যাধিক্য বেশি। অন্যদিকে আশা কর্মী দেখলেই বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ এমনটাই। চলছে ধরপাকড়, করা হচ্ছে আটক। মেদিনীপুর থেকে বাঁকুড়া, সর্বত্রই পাল্টা বিক্ষোভ শুরু করেছেন আশা কর্মীরা। 

Published On - Jan 21,2026 9:37 AM