AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MP Abhishek Banerjee: রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার: অভিষেক

TMC: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২০২১ এ জয়পুরে আমাদের প্রার্থীপদ খারিজ করা হয়েছিল। বাকি ৫ টি আসনে হেরেছি।২০২১ সালে আমরা ৩ টি আসনে জিতেছি, ২০১৯ এ আমরা ১ টা আসন জিতেছিলাম। ২০২৪ এর লোকসভার নিরিখে ৬ টি আসনে জিতেছি। ২০২৬ এ ৯ -০ করে পুরুলিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।"

TMC MP Abhishek Banerjee: রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Updated on: Jan 21, 2026 | 4:53 PM
Share

পুরুলিয়া: পুরুলিয়ায় মিছিল রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ছাব্বিশের ভোটের আগে জেলায়-জেলায় মিটিং করছেন তিনি। প্রতিদিন- প্রতিনিয়ত বিভিন্ন জেলায় বৈঠক করছেন অভিষেক। এক নজরে দেখে নিন সকল আপডেট…

এক নজরে সকল আপডেট…

  1. অভিষেক বন্দ্যোপাধ্যায়: পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণার ৩ মাসের মধ্যে রেল মন্ত্রকের কাছে এই জেলা থেকে ২০ জন প্রতিনিধিকে নিয়ে যাবে তৃণমূল।রেলের সমস্যা নিয়ে লড়াই করবে তৃণমূল। জুমলা পার্টিকে আমরা ৫০ এর গণ্ডি পেরতে দেব না। বিজেপির সব আছে শুধু মানুষ নেই,তৃণমূলের কিছু নেই শুধু তৃণমূলের সঙ্গে মানুষ আছে।
  2. অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিজেপির ছাইপাশ যে কটা আছে, তাদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।
  3. অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর নিয়ে মামলা করেছিল তৃণমূল। জয় কার হল? লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি করেছিলাম। আজ আদালত বলেছে শুধু তালিকা প্রকাশ নয় তা টাঙাতে হবে
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর-এর নামে যাকে তাকে যখন তখন লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কালো টাকা উদ্ধার হয়েছে? পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে কারও ঢুকেছে? একেকটি বিধানসভায় ৬৮০ কোটি টাকা করে বকেয়া রেখেছে কেন্দ্র।
  5. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমি শুনেছি পুরুলিয়ায় কোথাও আইটিআই,কোথাও হিমঘরের দাবি আছে। আগামী ৬ মাসের মধ্যে আমরা তা পূরণ করব। আমাদের সরকার যতদিন আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। এখানেই বিজেপি ও তৃণমূলের ফারাক।
  6. অভিষেক বন্দ্যোপাধ্যায়: দশ বছর আগে জিনিস পত্রের দাম কী ছিল? ভোজ্য তেল থেকে রান্নার গ্যাসের দাম কী হয়েছে? এগুলো আচ্ছে সরকারের নমুনা।
  7. অভিষেক বন্দ্যোপাধ্যায়: মোদী বাবু,অমিত শাহ ও জ্যোতির্ময় সিংহ মাহাতদের টিকি খুঁজে পাওয়া যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মাওবাদীদের বোম বন্দুকের সামনে মাথা নুইয়ে থাকতে হত।
  8. অভিষেক বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে এক ফোনে অভিষেকে ফোন করে জানাবেন। কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না।
  9. অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর-এর ৮০ দিন হয়েছে। রাজ্যে মোট ১১৭ জন আত্মহত্যা করেছে। দায়ী বিজেপি। রঘুনাথপুরের পরিযায়ী শ্রমিকদের মারধোর করা হয়েছে। রামমন্দিরের অযোধ্যায় বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ। সেখানে ভোট হওয়ায় হেরেছে বিজেপি। আমরা যদি বাংলাদেশি হই তাহলে জ্যোতির্ময় সিং মাহাতো,সুকান্ত মজুমদারও বাংলাদেশি। আমি কী খাবো,কী পরব তা দিল্লি ঠিক করে দেবে?
  10. অভিষেক বন্দ্যোপাধ্যায়: জলজীবন মিশনের ৫০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। কিন্তু মোদী সরকার বন্ধ করে রেখেছে। আবাস, গ্রাম সড়ক, ১০০ দিনের কাজের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে রেখেছে। এরা চায় মানুষ এদের পায়ে পড়ুক। একটা টাকা নিয়ে এসেছে বিজেপি? এখানে তো ৬ জন বিজেপির বিধায়ক, একজন সাংসদ। একটা নতুন রেল লাইন হয়েছে? পুরুলিয়া থেকে হাওড়া সময়ে ট্রেন চলে না। চার বছর ধরে বলছে রেল।লাইনে কাজ হচ্ছে? মিথ্যা কথা। কুড়মিদের দাবি নিয়ে একটা চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন এলাকার সাংসদ?এখানে সিপিএম, ফরোয়ার্ড ব্লক, বিজেপি সব এক। মানুষের অধিকার আটকাতে চায়। SIR-এর ৮০ দিন হয়েছে। রাজ্যে মোট ১১৭ জন আত্মহত্যা করেছে। দায়ী বিজেপি
  11. অভিষেক বন্দ্যোপাধ্যায়: একবুক আশা আকাঙ্খা নিয়ে যারা পুরুলিয়ার বিজেপিকে ভোট দিয়েছিল। জ্যোতির্ময় সিং মাহাতোকে উন্নয়ন নিয়ে চ্যলেঞ্জ। আপনি জায়গা বাছবেন, সময় আপনি বাছুন। যখন বলবেন ২ ঘণ্টার ব্যবধানে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসব। ১০-০ করে ভোকাট্টা করে দেব।
  12. অভিষেক বন্দ্যোপাধ্যায়: যারা আমাদের অপমান করেছে আমাদের সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, এই নির্বাচন তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন। ২০২১ সালে আসন বেড়েছিল কিন্তু আনন্দ ম্লান হয়ে গিয়েছিল কারণ পুরুলিয়ার মানুষের ভালবাসা আমরা পাইনি।
  13. অভিষেক বন্দ্যোপাধ্যায়: ৩৪ বছর এই জেলা লাল ছিল, সবুজ ছিল। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে কারণ বিজেপির জল্লাদরা এই জেলায় মাথাচাড়া দিয়েছে। সিপিএম-এর হার্মাদরা জার্সি বদলে এখন বিজেপির জল্লাদ হয়েছে। নতুন বোতলে পুরানো মদ। সিপিএম-এর সব হার্মাদরা নাম লিখিয়েছে বিজেপিতে পুরুলিয়ার উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে। এক মাসের মধ্যে আবার পুরুলিয়া আসব। ৯ টি বিধানসভাতেই যাব।
  14. অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২০২১ এ জয়পুরে আমাদের প্রার্থীপদ খারিজ করা হয়েছিল। বাকি ৫ টি আসনে হেরেছি।২০২১ সালে আমরা ৩ টি আসনে জিতেছি, ২০১৯ এ আমরা ১ টা আসন জিতেছিলাম। ২০২৪ এর লোকসভার নিরিখে ৬ টি আসনে জিতেছি। ২০২৬ এ ৯ -০ করে পুরুলিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
  15. অভিষেক বন্দ্যোপাধ্যায়: পুলিশ থানাগুলি থেকে বেলা ১০ টা পর্যন্ত বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য হল পুরুলিয়ার শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠা। ২০১৮ সালে রামনবমীকে কেন্দ্র করে ফের সেই জেলা অশান্ত হতে শুরু করল।
  16. অভিষেক বন্দ্যোপাধ্যায়: পুরুলিয়া সদর থাকে সাড়ে ৩ টার পর আর কেউ যাতায়াত করতে পারত না।
  17. অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২০১১ সালের আগে পুরুলিয়ার কী অবস্থা ছিল। গত ১৫ বছরে অনেক পরিবর্তন হয়েছে