WITT: ‘উপাসনা পদ্ধতি বদলালেই তো আর…’, ভারতীয় মুসলিমদের নিয়ে কী মত সঙ্ঘের, জানালেন আম্বেকর
WITT: ভারতীয় মুসলিমদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল প্রধান সুনীল আম্বেকরকে। প্রশ্ন ছিল, তাদের সম্পর্কে সঙ্ঘ কী মনে করে? এই বিষয়ে সুনীল আম্বেকর বলেন, "স্বাধীনতার সময়ও সঙ্ঘ বলেছিল যে দেশ ভাগ করা উচিত নয়। এর অর্থ ছিল আমরা সবাই একসঙ্গে থাকব।"

নয়া দিল্লি: দেশের একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন আরএসএস-এর প্রচার প্রধান সুনীল আম্বেকর। শনিবার TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে যোগ দিয়ে তিনি ভারতীয় মুসলিমদের সম্পর্কে সঙ্ঘের মতামত জানিয়েছেন। পুজো বা উপাসনার পদ্ধতি সম্পর্কেও কথা বলেছেন তিনি।
ভারতীয় মুসলিমদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল প্রধান সুনীল আম্বেকরকে। প্রশ্ন ছিল, তাদের সম্পর্কে সঙ্ঘ কী মনে করে? এই বিষয়ে সুনীল আম্বেকর বলেন, “স্বাধীনতার সময়ও সঙ্ঘ বলেছিল যে দেশ ভাগ করা উচিত নয়। এর অর্থ ছিল আমরা সবাই একসঙ্গে থাকব।”
তিনি আরও বলেন, “সঙ্ঘ তথা হিন্দুরা বিশ্বাস করে যে উপাসনার পদ্ধতি পরিবর্তন করলেই জাতি বদলে যায় না, পূর্বপুরুষরা বদলে যায় না। এটাই সঙ্ঘের বিশ্বাস। আমরা এটাই বিশ্বাস করি। সঙ্ঘ স্মৃতি জাগ্রত করার জন্য কাজ করছে।”
তিনি মুসলিমদের সম্পর্কে আরও উল্লেখ করেন, যে তাঁরা অন্য কোনও দেশ থেকে আসেননি। তাঁরা এই দেশেই জন্মেছেন, তাঁদের পূর্বপুরুষরাও বিশাল অবদান রেখেছেন। আম্বেকর বলেন, “আমরা যে কোনও ঈশ্বরের উপাসনা করতে পারি। এই মাটি আমাদের, এই দেশ আমাদের, এটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এখানে সবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এক কথায়, আমাদের সংস্কৃতি হল একসঙ্গে বসবাস করা।”





