Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sameer Wankhede: ‘নিত্যদিনের অত্যাচার’, মন্ত্রীর বিরুদ্ধেই মানহানির অভিযোগ দায়ের করলেন ওয়াংখেড়ের বাবা!

Sameer Wankhede's father files defamation suit: শনিবার বম্বে হাইকোর্টে তিনি এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলাল দায়ের করেন।

Sameer Wankhede: 'নিত্যদিনের অত্যাচার', মন্ত্রীর বিরুদ্ধেই মানহানির অভিযোগ দায়ের করলেন ওয়াংখেড়ের বাবা!
মানহানির মামলা দায়ের করলেন ওয়াংখেড়ের বাবা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 9:46 AM

মুম্বই: ছেলের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। তেলাবাজি, ঘুষের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে আরিয়ান খান মাদক কাণ্ড (Aryan Khan Drug Case) সহ ছয়টি হাই-প্রোফাইল মামলা থেকে। এ বার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক(Nawab Malik)-র নামেই মানহানির মামলা দায়ের করলেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)-র বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে (Dhyandev Kachruji Wankhede)।

শনিবার বম্বে হাইকোর্টে তিনি এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলাল দায়ের করেন। এই বিষয়ে সমীর ওয়াংখেড়ের আইনজীবী আরশাদ শেখ জানান, নবাব মালিক বিগত কয়েক সপ্তাহ ধরেই ওয়াংখেড়ে ও তাঁর পরিবারের উপর ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছেন। পরিবারের সকলকে জালিয়াতও বলেছেন নবাব মালিক।

নিত্যদিনের এই আক্রমণের কারণে ওয়াংখেড়ে পরিবারের ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ছে। সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন একজন আইনজীবী, তাঁর কাজেও প্রভাব পড়ছে।  এই মর্মেই সমীর ওয়াংখেড়ের বাবা গতকাল আদালতে মামলা দায়ের করেন। তিনি অভিযোগপত্রে বলেন, “সমীর ওয়াংখেড়ে ও তাঁর পরিবারের নাম, যশ, ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করেছেন নবাব মালিক।”

তিনি আদালতে আবেদন জানিয়েছেন, নবাব মালিক ও তার দল যেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও প্রকার সম্মানহানিকর কথা বলতে বা ছাপাতে না পারেন। আদালত যেন নবাব মালিকের মন্তব্যগুলিকে মানহানিকর বলে আখ্যা দেয়, সেই আবেদনও করেন তিনি।

মুম্বইয়ের প্রমোদতরী থেকে গত ২ অক্টোবর মাদক উদ্ধার ও সেই মামলায় আরিয়ান খানের গ্রেফতারির পরই  ফের একবার এনসিবির বিরুদ্ধে সরব হন এনসিপি নেতা নবাব মালিক। তিনি অভিযোগ করেন, এনসিবি চক্রান্ত করে আরিয়ান খানকে ফাঁসানোর চেষ্টা করছে। মাদক কাণ্ডের তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও তোলাবাজি, ঘুষ নেওয়া, ফোন ট্যাপ করা এবং ভুয়ো উপজাতি সার্টিফিকেট দেখিয়ে আসন সংরক্ষণ করার অভিযোগ এনেছেন নবাব মালিক। মহারাষ্ট্র ও বলিউডের ভাবমূর্তিকে বিনষ্ট করার অভিযোগও এনেছেন তিনি।

সম্প্রতিই তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন সমীর ওয়াংখেড়ের বোনের সঙ্গে একজন মাদক পাচারকারীর যোগাযোগ ছিল। এনসিবি আধিকারিকই অভিনেতাদের ফাঁসিয়ে টাকা আদায়ের ছক কষেছিলেন বলে দাবি করেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর পরিবার। তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার কারণেই নবাব মালিক এই ধরনের অবাস্তব অভিযোগগুলি আনছেন এবং এনসিবির ভাবমূর্তি খারাপের চেষ্টা করছেন।

আরও পড়ুন: Bihar Spurious Liquor: একের পর এক মৃত্যুতেও হুঁশ নেই বাসিন্দাদের, বিষ মদ খেয়ে মৃত আরও ৮