Satta Sammelan: কংগ্রেস কি সৎ? প্রশ্ন শুনেই সব ফাঁস করলেন পঞ্জাবের CM ভগবন্ত মান

Satta Sammelan: সত্তা সম্মেলনের মঞ্চে এদিন উঠে এল মানের মনের কথা। আলোচনাপর্বের শেষের দিকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেসের বিষয়ে। ভগবন্ত মান কি মনে করেন কংগ্রেস 'ইমানদার' (সৎ) পার্টি? প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে টেবিলে রাখা 'ইয়েস', 'নো' প্ল্যাকার্ডের থেকে 'নো' বেছে নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন কংগ্রেসকে 'ইমানদার' পার্টি হিসেবে মনে করেন না তিনি।

Satta Sammelan: কংগ্রেস কি সৎ? প্রশ্ন শুনেই সব ফাঁস করলেন পঞ্জাবের CM ভগবন্ত মান
সত্তা সম্মেলনের মঞ্চে ভগবন্ত মানImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 4:44 PM

নয়া দিল্লি: টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের আজ তৃতীয় দিন। এদিন এই মেগা কনক্লেভে সত্তা সম্মেলনের মঞ্চ আলোকিত করতে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সত্তা সম্মেলনের মঞ্চকে আলোকিত করে তোলেন মান। সত্তা সম্মেলনের মঞ্চে এদিন উঠে এল মানের মনের কথা। আলোচনাপর্বের শেষের দিকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেসের বিষয়ে। ভগবন্ত মান কি মনে করেন কংগ্রেস ‘ইমানদার’ (সৎ) পার্টি? প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে টেবিলে রাখা ‘ইয়েস’, ‘নো’ প্ল্যাকার্ডের থেকে ‘নো’ বেছে নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন কংগ্রেসকে ‘ইমানদার’ পার্টি হিসেবে মনে করেন না তিনি।

উল্লেখ্য, ভগবন্ত মানদের আম আদমি পার্টি বর্তমানে বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। বিরোধীদের সেই মহাজোটে অপর এক প্রধান দল হল কংগ্রেস। অর্থাৎ, লোকসভা ভোটের আগে আম আদমি পার্টি ও কংগ্রেস উভয়েই একে অন্যের বন্ধু দল। সেখানে ভগবন্ত মানের এই অকপট স্বীকারোক্তি। কেন কংগ্রেসকে সৎ বলে মানতে চাইছেন না মান? সেই ব্যাখ্যাও অবশ্য দিলেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘গত ষাট-সত্তর বছর ধরে আমাদের বয়স্ক মানুষরা এদের হাতেই তো প্রহৃত হয়েছে। আমি কীভাবে বলব এরা সৎ? কংগ্রেসকে হারিয়েই তো আমাদের সরকার হয়েছে পঞ্জাবে। একের পর এক বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।’

এরপরই অবশ্য ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের বিষয়ে কিছুটা সুর নরম পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। তাঁর ব্যাখ্যা, ‘কোনও রাজনৈতিক দল সৎ কিংবা দুর্নীতিগ্রস্ত হয় না। সেই দলে যেসব লোক থাকে, তারা সৎ বা দুর্নীতিগ্রস্ত হয়।’